Saturday, January 10, 2026

‘দাদাসাহেব ফালকে’ পেয়ে মিঠুন ভাসলেন শুভেচ্ছায়, অভিনন্দন জানিয়েও অতীত স্মরণ করালেন কুণাল

Date:

Share post:

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সুখবর পেয়ে ডিস্কো ডান্সারকে অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন নেতা থেকে অভিনেতা। এ দিন নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ‘মিঠুনদাকে’। পাশাপাশি, মিঠুনকে অতীত স্মরণ করান তিনি।২০১৪ সালে প্রকাশ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পাশাপাশি স্বীকার করেছিলেন,পদ্মশ্রীর জন্য তাঁর নাম প্রস্তাব করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মিঠুনকে যাতে পদ্মশ্রী দেওয়া হয়, তার জন্য চিঠিও লিখেছিলেন প্রণব মুখোপাধ্যায়। এবং তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যসভায় পাঠিয়ে যেই স্বীকৃতি দিয়েছিলেন, সেই বিষয়টিকেই এদিন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিঠুনকে আরও একবার স্মরণ করিয়ে দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে।
শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনাকে ‘পদ্মশ্রী’ দিতে প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্বীকৃতি দিয়ে রাজ্যসভায় পাঠানোটা ভুলে যাবেন না। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেইসঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।”

মিঠুনের (Mithun Chakraborty) এই পুরস্কারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে পরমব্রত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, “আমি ব্যক্তিগত ভাবে মিঠুন চক্রবর্তীর বিশাল বড় ফ্যান।” অভিনেত্রী ঋতুপর্ণা বললেন, “খুব আনন্দ হচ্ছে। এই পুরস্কার, এই সম্মান মিঠুনদার প্রাপ্য।” পরমব্রতের কথায়, “যেদিন থেকে সিনেমা বুঝতে শিখেছি, জ্ঞান হয়েছে দাদার কাজ দেখেছি। উনি এখনও সেই একই উদ্যম নিয়েই কাজ করেন।”









spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...