বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের। এদিন কাবপুরে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল রোহিত শর্মার দল। সিরিজের ফলাফল ২-০। ম্যাচের সেরা যশস্বী জসওয়াল। সিরিজ সেরা রবিচন্দ্রন অশ্বিন।

গতকাল তিনদিনের বৃষ্টি কাটিয়ে অবশেষে কানপুরে মাঠে নামল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। চতুর্থ দিনের ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট ভারতের। ২৮৫ রান করে ডিক্লেয়ার দেয় ভারত অধিনায়ক রোহিত শর্মা। দিনের শেষে বাংলাদেশের রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ২৬। ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ।

বৃষ্টির বাঁধা কাটিয়ে চতুর্থ দিনে মাঠে নামে ভারত-বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৩৩ রান। জবাবে ব্যাট করতে নেমে চালিয়ে খেলে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট দেখান যশস্বী জসওয়াল। ৭২ রান করেন যশস্বী। ৬৮ রান করেন কে এল রাহুল। ৪৭ রান বিরাট কোহলির। ৩৯ রান শুভমন গিল। ২৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন মেহদী হাসান মিরাজ এবং শাকিব আল হাসান। ১ টি উইকেট হাসানের। ২৮৫ রান করে ডিক্লেয়ার দেন রোহিত শর্মা। ৫২ রানের লিড পায় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ৫০ রান করেন শাদমান। ৩৭ রান করেন মুস্তাফিকুর।ভারতের হয়ে তিনটি উইকেট নেন যশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। ১ উইকেট নেন আকাশদীপ।


জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ৫১ রান যশস্বীর। ২৯ রানে অপরাজিত বিরাট কোহলি।

আরও পড়ুন- ফুটবলারদের নিরাপত্তা, ইরান যাচ্ছে না মোহনবাগান

View this post on Instagram