Sunday, August 24, 2025

মাওবাদীদের ইন্ধন ও আর্থিক সহযোগিতার অভিযোগে সাত সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু এনআইএ (NIA)-র। বারবার রাজ্যকে বদনাম করার চক্রান্তে সচেষ্ট কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজনীতিকদের হেনস্থার পরে এবারা সমাজকর্মীদের হেনস্থায় নামল এনআইএ (NIA)।

আসানসোলের সমাজকর্মী দুই বোনের বাড়িতে ভোর ৬টা থেকে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। দুই বোনের আসানসোলের (Asansol) ডিসেরগড়ের বাড়ি ও তাঁদের আদি বাড়ি উত্তর ২৪ পরগণার পানিহাটির (Panihati) পল্লিশ্রী এলাকায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু হয়। অভিযোগ আসানসোল এলাকার খনি শ্রমিকদের জন্য সামাজিক সংগঠন চালানোর পাশাপাশি তাঁরা মাওবাদীদের (Maoist) সাহায্য করতেন।

সম্প্রতি বিজেপি শাসিত ছত্তিশগড় (Chhattisgarh), মধ্যপ্রদেশ (MAdhyapradesh) এলাকায় কড়া মাও (Maoist) নিয়ন্ত্রণের পথে বিজেপি সরকার। সেই সূত্র ধরে ছত্তিশগড় ও রাঁচির দুই হামলার ঘটনায় তল্লাশি চালানোর দাবি এনআইএ-র। একসঙ্গে কলকাতা ও শহরতলির পাশাপাশি জেলাতেও তল্লাশি। আসানসোলেই এক যাদবপুর প্রাক্তনীর বাড়িতে তল্লাশি চালানোয় এনআইএ-র দাবি এই ব্যক্তিরা আরবান নকশাল (urban naxal)।

উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর শিল্পাঞ্চল, জগদ্দল এলাকাতেও একাধিক বাড়িতে তল্লাশি জিজ্ঞাসাবাদে কেন্দ্রীয় এজেন্সি। এর আগেও মহারাষ্ট্র (Maharashtra) সহ একাধিক রাজ্যে সমাজকর্মী, সাংবাদিকদের জঙ্গি বা আরবান নকশাল (urban naxal) তকমা দিয়ে গ্রেফতারি বিজেপির জমানায় নতুন নয়। অনেক ক্ষেত্রেই প্রমাণের অভাবে সর্বোচ্চ আদালত তাঁদের মধ্যে অনেককে জামিন দিয়েছে। অনেকেই বেকসুর খালাস পেয়েছেন। তবে জনগণের কণ্ঠরোধে বিজেপির দমননীতি এবার রাজ্যের সমাজকর্মীদের উপর নামতে চলেছে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version