Thursday, August 28, 2025

মাওবাদীদের ইন্ধন ও আর্থিক সহযোগিতার অভিযোগে সাত সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু এনআইএ (NIA)-র। বারবার রাজ্যকে বদনাম করার চক্রান্তে সচেষ্ট কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজনীতিকদের হেনস্থার পরে এবারা সমাজকর্মীদের হেনস্থায় নামল এনআইএ (NIA)।

আসানসোলের সমাজকর্মী দুই বোনের বাড়িতে ভোর ৬টা থেকে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। দুই বোনের আসানসোলের (Asansol) ডিসেরগড়ের বাড়ি ও তাঁদের আদি বাড়ি উত্তর ২৪ পরগণার পানিহাটির (Panihati) পল্লিশ্রী এলাকায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু হয়। অভিযোগ আসানসোল এলাকার খনি শ্রমিকদের জন্য সামাজিক সংগঠন চালানোর পাশাপাশি তাঁরা মাওবাদীদের (Maoist) সাহায্য করতেন।

সম্প্রতি বিজেপি শাসিত ছত্তিশগড় (Chhattisgarh), মধ্যপ্রদেশ (MAdhyapradesh) এলাকায় কড়া মাও (Maoist) নিয়ন্ত্রণের পথে বিজেপি সরকার। সেই সূত্র ধরে ছত্তিশগড় ও রাঁচির দুই হামলার ঘটনায় তল্লাশি চালানোর দাবি এনআইএ-র। একসঙ্গে কলকাতা ও শহরতলির পাশাপাশি জেলাতেও তল্লাশি। আসানসোলেই এক যাদবপুর প্রাক্তনীর বাড়িতে তল্লাশি চালানোয় এনআইএ-র দাবি এই ব্যক্তিরা আরবান নকশাল (urban naxal)।

উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর শিল্পাঞ্চল, জগদ্দল এলাকাতেও একাধিক বাড়িতে তল্লাশি জিজ্ঞাসাবাদে কেন্দ্রীয় এজেন্সি। এর আগেও মহারাষ্ট্র (Maharashtra) সহ একাধিক রাজ্যে সমাজকর্মী, সাংবাদিকদের জঙ্গি বা আরবান নকশাল (urban naxal) তকমা দিয়ে গ্রেফতারি বিজেপির জমানায় নতুন নয়। অনেক ক্ষেত্রেই প্রমাণের অভাবে সর্বোচ্চ আদালত তাঁদের মধ্যে অনেককে জামিন দিয়েছে। অনেকেই বেকসুর খালাস পেয়েছেন। তবে জনগণের কণ্ঠরোধে বিজেপির দমননীতি এবার রাজ্যের সমাজকর্মীদের উপর নামতে চলেছে।

 

Related articles

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...
Exit mobile version