রাজের কপালে চিন্তার ভাঁজ , হ্যাক হল তিনটি ফেসবুক অ্যাকাউন্ট !

পুজোর আগেই বড় বিপদে পড়লেন বিধায়ক–পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। মঙ্গলের সকালে মাথায় হাত তারকার। ঘুম থেকে উঠেই দেখেন তাঁর ফেসবুক প্রোফাইলে ইংরেজির পরিবর্তে বিদেশি ভাষায় নাম লেখা। বুঝতে অসুবিধা হয়নি যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সংবাদমাধ্যমের কাছে বিষয়টির সত্যতাও স্বীকার করেছেন রাজ। তাঁর তিনটি প্রোফাইলকেই নিজেদের দখলে নিয়েছে হ্যাকারেরা (Raj Chakraborty Facebook profile hacked)। এর মধ্যে তাঁর ব্যক্তিগত প্রোফাইল, ব্যক্তিগত পেজ এবং প্রযোজনা সংস্থার পেজ রয়েছে। গোটা বিষয়টি নিয়ে পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন ‘বাবলি’ পরিচালক।

তারকাদের প্রোফাইল হ্যাক হওয়া নতুন কিছু নয়। মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসে টলিউড বা বলিউডের নায়ক- নায়িকাদের স্যোশাল মিডিয়ার হ্যাকারদের হানার খবর। এবার সে তালিকায় জুড়লেন রাজ চক্রবর্তী। তিনি জানান, গত কয়েকদিন ধরে তাঁর পেজে সমস্যা হচ্ছিল কিন্তু তিনি বিষয়টিকে আমল দিতে চাননি। তাঁর স্যোশাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য একটি বিশেষ টিম রয়েছে। সেখান থেকেই জানা যায় পরিচালকের পেজের নাম বদল হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার দমন (Cyber crime department, Kolkata Police) শাখা তদন্ত শুরু করেছে। ফেসবুক কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে বলে খবর মিলেছে।