গান্ধীজয়ন্তীতে বিভাজন ভুলে একতার পক্ষে সরব হওয়ার বার্তা অভিষেকের

মহাত্মা গান্ধী সত্য (truth), অহিংসা (non-violence) ও সাম্যের (equality) পক্ষে অবস্থান নিয়েছিলেন – যে নীতি আজ পদদলিত

দেশে মাথা চাড়া দিচ্ছে বিভেদকামী শক্তি। যার জেরে সাম্য- অহিংসা পদদলিত। গান্ধী জয়ন্তীতে তার আদর্শকে সামনে রেখে দেশ গঠনে সাম্যের বার্তা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক। দেশের বর্তমান পরিস্থিতিতে গান্ধীর আদর্শকে সামনে রেখে ঐক্যের বার্তা দেন তিনি।

দেশে ধর্মের নামে, জাতের নামে বিভাজনের রাজনীতি করছে গেরুয়া শিবির। এর বিরুদ্ধে বরাবরই সরব তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাম্যের পক্ষে লড়াই করেছিলেন মহাত্মা গান্ধী। তাঁর জন্মজয়ন্তীতে সেই আদর্শকে তুলে ধরে বিভেদকামী শক্তিকে সরিয়ে ঐক্য স্থাপনের পক্ষে সরব অভিষেক (Abhishek Bandyopadhyay)। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) তিনি লেখেন, “গান্ধী জয়ন্তীর পুণ্যলগ্নে, জাতির জনকের প্রতি শ্রদ্ধায় জানাই। মহাত্মা গান্ধী সত্য, অহিংসা ও সাম্যের পক্ষে ছিলেন। সেই নীতি আজ বিভেদকামী মানুষের কাছে পদদলিত।”

পাশাপাশি, এই দিনে গান্ধীজির নীতিকে সামনে রেখে দেশের ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান অভিষেক। তাঁর কথায়, “আজকের দিনে নীরব না থাকার অঙ্গীকার করি। যে নীতির পক্ষে গান্ধীজি দাঁড়িয়েছিলেন সেই ঐক্য ও সাম্যের নীতির পক্ষে দাঁড়াই।”