শিয়ালদা স্টেশনের নাম বদলের লক্ষ্যে কুৎসিত রাজনীতি বিজেপির

এদিন এক অনুষ্ঠানে শিয়ালদায় এসেছিলেন রেলমন্ত্রী।

ফের নাম বদলের কুৎসিত রাজনীতি বিজেপির। শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে তাঁর প্রস্তাব শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা হোক।

এদিন এক অনুষ্ঠানে শিয়ালদায় এসেছিলেন রেলমন্ত্রী। সেখানেই তাঁর সামনে বুধবার এই প্রস্তাব রাখেন বিজেপি সাংসদ। এই প্রস্তাবকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, কিছু কিছু ক্ষেত্রে ঐতিহ্যের একটা ব্যাপার থাকে। বিভিন্ন জায়গাতে একজনের নামে করতে হবে এটা কেমন কথা। তাঁর নামে তো একটা জায়গার নামকরণ করা রয়েছে। সেই সঙ্গেই রেলকে ঘিরে রাজনীতিকরণ হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি শিয়ালদা স্টেশনের নাম কেন বিবেকানন্দর নামে হবে না সেই দাবিও তুলতে শুরু করেছেন তৃণমূলের একাংশ। মূলত এই স্টেশনের সঙ্গে বহু ঐতিহাসিক ঘটনা জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে এই স্টেশনের নয়া নামকরণ কতটা যুক্তিযুক্ত হবে, এটা বাংলার সাধারণ মানুষ কতটা মেনে নেবেন তা না ভেবেচিন্তে বিজেপি নেতার এই আলটপকা মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করে দিয়েছে।