Friday, December 5, 2025

রেলকে নিরাপদ করুন: রেলমন্ত্রীর ‘অভিযোগ’কে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

কলকাতায় এসে রাজ্যে রেলে ৬০ হাজার কোটির বিনিয়োগের সুযোগ রয়েছে বলে দাবি জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। যে বিজেপি সরকার বাংলায় রেল বাজেটে নামমাত্র বিনিয়োগ করে, সেই মন্ত্রকের রেলমন্ত্রীর দ্বিচারিতাকে ধুয়ে দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে কাজ বাংলার জন্য শুরু করেছিলেন সেই প্রকল্পগুলি শেষ করার দাবি জানান তিনি। সেই সঙ্গে রাজনীতি বন্ধ করে রেলকে নিরাপদ করার দাবি জানান।

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার রাজ্যে এসে বাংলাকে বদনাম করার চেষ্টা করে গিয়েছেন। তাতে ইন্ধন দিয়েছেন রাজ্যেরই একাংশের রাজনৈতিক নেতা। আবার সেই খেলায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। রাজ্যকে দুষে তিনি দাবি করেন জমিজটে রাজ্যে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। পাল্টা কুণাল ঘোষের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোকে শুকিয়ে (dry) দেওয়া হয়েছে। আবার কোনও কোনওটা যেগুলো এগোচ্ছে, সেগুলো সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই শুরু করা। অতয়েব এখানে রেল নিয়ে রাজনীতি করতে আসবেন না।”

যে বিজেপির রেলমন্ত্রক প্রতিবার রেলের খাতে বাংলাকে বঞ্চনা উপহার দেয়, সেই রেলমন্ত্রীকে কুণাল মনে করিয়ে দেন, “রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলার জন্য দুদফায় যা যা কাজ করেছেন, আপনারা আগে সেগুলো শেষ করুন।”

যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আমলে প্রতিদিন দেশে রেল দুর্ঘটনার কবলে পড়ছে, সেই রেলমন্ত্রীকে কুণাল ঘোষ স্মরণ করিয়ে দেন, “অন্য রাজ্যে গিয়ে রাজনৈতিকভাবে নাক গলাবেন পরে। আগে নিজের দায়িত্ব পালন করুন। নিরাপত্তা, নিশ্চয়তা দিন। রেলকে নিরাপদ করুন। আর পশ্চিমবঙ্গে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করে গিয়েছেন সেগুলো আগে শেষ করুন। বাকি যা আছে কোনও কথা বলতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে কাজ করুন।

বুধবার অশ্বিনী বৈষ্ণবের সামনে বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্য শিয়ালদহ স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব করেন। এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি এভাবে নাম পরিবর্তন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এমনকি সেভাবে নাম পরিবর্তন হলে এই স্টেশন স্বামী বিবেকানন্দের নামে হওয়া উচিত বলে দাবি করেন তিনি।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...