রেলকে নিরাপদ করুন: রেলমন্ত্রীর ‘অভিযোগ’কে ধুয়ে দিলেন কুণাল

রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলার জন্য দুদফায় যা যা কাজ করেছেন, আপনারা আগে সেগুলো শেষ করুন।

কলকাতায় এসে রাজ্যে রেলে ৬০ হাজার কোটির বিনিয়োগের সুযোগ রয়েছে বলে দাবি জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। যে বিজেপি সরকার বাংলায় রেল বাজেটে নামমাত্র বিনিয়োগ করে, সেই মন্ত্রকের রেলমন্ত্রীর দ্বিচারিতাকে ধুয়ে দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে কাজ বাংলার জন্য শুরু করেছিলেন সেই প্রকল্পগুলি শেষ করার দাবি জানান তিনি। সেই সঙ্গে রাজনীতি বন্ধ করে রেলকে নিরাপদ করার দাবি জানান।

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার রাজ্যে এসে বাংলাকে বদনাম করার চেষ্টা করে গিয়েছেন। তাতে ইন্ধন দিয়েছেন রাজ্যেরই একাংশের রাজনৈতিক নেতা। আবার সেই খেলায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। রাজ্যকে দুষে তিনি দাবি করেন জমিজটে রাজ্যে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। পাল্টা কুণাল ঘোষের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোকে শুকিয়ে (dry) দেওয়া হয়েছে। আবার কোনও কোনওটা যেগুলো এগোচ্ছে, সেগুলো সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই শুরু করা। অতয়েব এখানে রেল নিয়ে রাজনীতি করতে আসবেন না।”

যে বিজেপির রেলমন্ত্রক প্রতিবার রেলের খাতে বাংলাকে বঞ্চনা উপহার দেয়, সেই রেলমন্ত্রীকে কুণাল মনে করিয়ে দেন, “রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলার জন্য দুদফায় যা যা কাজ করেছেন, আপনারা আগে সেগুলো শেষ করুন।”

যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আমলে প্রতিদিন দেশে রেল দুর্ঘটনার কবলে পড়ছে, সেই রেলমন্ত্রীকে কুণাল ঘোষ স্মরণ করিয়ে দেন, “অন্য রাজ্যে গিয়ে রাজনৈতিকভাবে নাক গলাবেন পরে। আগে নিজের দায়িত্ব পালন করুন। নিরাপত্তা, নিশ্চয়তা দিন। রেলকে নিরাপদ করুন। আর পশ্চিমবঙ্গে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করে গিয়েছেন সেগুলো আগে শেষ করুন। বাকি যা আছে কোনও কথা বলতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে কাজ করুন।

বুধবার অশ্বিনী বৈষ্ণবের সামনে বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্য শিয়ালদহ স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব করেন। এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি এভাবে নাম পরিবর্তন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এমনকি সেভাবে নাম পরিবর্তন হলে এই স্টেশন স্বামী বিবেকানন্দের নামে হওয়া উচিত বলে দাবি করেন তিনি।