বাঁশদ্রোণী থানার পুলিশের হাতে গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়!

জেসিবির ধাক্কায় পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে রাতভর বাঁশদ্রোণী থানার সামনে ধর্না দেওয়ার পর সকালে গ্রেফতার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)!আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশের তরফ থেকে এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর।

মহালয়ার দিন দীনেশ নগরে পে লোডারের ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত চারটি এফআইআর করেছে পুলিশ। যার মধ্যে দুর্ঘটনার পর গন্ডগোল পাকানোর অভিযোগে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে,এখনও খোঁজ মেলেনি আর্থ মুভার চালকের। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।।