বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, দেবীপক্ষে দক্ষিণবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি!

পুজোর মুখেই বাংলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার নিম্নচাপ তৈরি হবে। সাগর উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। যদিও পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিন উত্তরবঙ্গে সর্বত্র বৃষ্টি হবে। রাতের বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। ১০ নাম্বার জাতীয় সড়কে ফেস ধস নেমেছে। বিছিন্নের সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা।বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উপকূল ও উপকূল লাগোয়া জেলাগুলিতে। কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়তেই আর্দ্রতাজনিত অস্বস্তিতে থাকতে হবে শহরবাসিকে।