Tuesday, November 11, 2025

কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামীর বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ, মামলা দায়ের

Date:

Share post:

খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ।কর্নাটকে বিজেপির জোটসঙ্গী এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।যা অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরে। জানা গিয়েছে, কুমারস্বামীর বিরুদ্ধে তোলাবাজি এবং হুমকির অভিযোগ এনেছেন তারই দলের প্রাক্তন বিধান পরিষদ সদস্য। কুমারস্বামী এবং জেডিএসের আর এক নেতা রমেশ গৌড়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জেডিএসেরই প্রাক্তন নেতা প্রাক্তন বিজয় টাটা।

তিনি অভিযোগ করেছেন, গত অগাস্ট মাসে কর্নাটকের এক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য রমেশ গৌড়া এবং কুমারস্বামী তার কাছে ৫০ কোটি টাকা দাবি করেছিলেন। সেই টাকা তিনি দিতে চাননি। এরপরই তাকে হুমকি দেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। বিজয় টাটার আরও অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়িক ক্ষেত্রে খারাপ পরিণতির জন্য তাকে তৈরি থাকতে বলা হয়েছিল।প্রাক্তন জে়ডিএস নেতার অভিযোগের প্রেক্ষিতে কুমারস্বামী ও গৌড়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫), ৩০৮(২) এবং ৩৫১(২) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

কে এই বিজয় টাটা? তিনি একসময় জেডিএসের শীর্ষ সারির নেতা ছিলেন। একসময় বিধান পরিষদ সদস্যও ছিলেন। মাস কয়েক আগেও দলের সোশ্যাল মিডিয়ার শাখার সহ-সভাপতি ছিলেন।এরই পাশাপাশি জমি-বাড়ির ব্যবসাও রয়েছে তার। সেই ব্যবসায়িক কারণেই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

যদিও দেবেগৌড়া এই অভিযোগের গুরুত্ব দিতে নারাজ। তার সাফ কথা, এসব উটকো অভিযোগ নিয়ে আমি কোনও জবাব দেব না।কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কর্নাটক পুলিশ তাকে নোটিশ দিলে তিনি এই অভিযোগ নিয়ে ভাববেন। তার আগে নয়।এখন দেখার, আগামী দিনে এই অভিযোগের সত্যতা কতটা প্রকাশ্যে আসে। সেদিকেই তাকিয়ে সবাই।









 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...