Monday, August 25, 2025

কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামীর বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ, মামলা দায়ের

Date:

খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ।কর্নাটকে বিজেপির জোটসঙ্গী এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।যা অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরে। জানা গিয়েছে, কুমারস্বামীর বিরুদ্ধে তোলাবাজি এবং হুমকির অভিযোগ এনেছেন তারই দলের প্রাক্তন বিধান পরিষদ সদস্য। কুমারস্বামী এবং জেডিএসের আর এক নেতা রমেশ গৌড়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জেডিএসেরই প্রাক্তন নেতা প্রাক্তন বিজয় টাটা।

তিনি অভিযোগ করেছেন, গত অগাস্ট মাসে কর্নাটকের এক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য রমেশ গৌড়া এবং কুমারস্বামী তার কাছে ৫০ কোটি টাকা দাবি করেছিলেন। সেই টাকা তিনি দিতে চাননি। এরপরই তাকে হুমকি দেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। বিজয় টাটার আরও অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়িক ক্ষেত্রে খারাপ পরিণতির জন্য তাকে তৈরি থাকতে বলা হয়েছিল।প্রাক্তন জে়ডিএস নেতার অভিযোগের প্রেক্ষিতে কুমারস্বামী ও গৌড়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫), ৩০৮(২) এবং ৩৫১(২) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

কে এই বিজয় টাটা? তিনি একসময় জেডিএসের শীর্ষ সারির নেতা ছিলেন। একসময় বিধান পরিষদ সদস্যও ছিলেন। মাস কয়েক আগেও দলের সোশ্যাল মিডিয়ার শাখার সহ-সভাপতি ছিলেন।এরই পাশাপাশি জমি-বাড়ির ব্যবসাও রয়েছে তার। সেই ব্যবসায়িক কারণেই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

যদিও দেবেগৌড়া এই অভিযোগের গুরুত্ব দিতে নারাজ। তার সাফ কথা, এসব উটকো অভিযোগ নিয়ে আমি কোনও জবাব দেব না।কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কর্নাটক পুলিশ তাকে নোটিশ দিলে তিনি এই অভিযোগ নিয়ে ভাববেন। তার আগে নয়।এখন দেখার, আগামী দিনে এই অভিযোগের সত্যতা কতটা প্রকাশ্যে আসে। সেদিকেই তাকিয়ে সবাই।









 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version