Saturday, August 23, 2025

৪২ দিন ধরে কর্মবিরতি বিক্ষোভ প্রদর্শনের পর ফের ১০ দফা দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF) মঙ্গলবার থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এবারের কর্মসূচিকে সমর্থন জানাচ্ছেন না সিনিয়র ডাক্তারদের একটা বড় অংশ। ট্রেনি চিকিৎসকদের সঙ্গে এই বিষয়টি নিয়ে তাঁরা আলোচনার পর WBJDF প্রায় দশ ঘণ্টা ধরে জিবি মিটিং করে। মনে করা হচ্ছে শুক্রবারেই উঠতে পারে কর্মবিরতি। পাশাপাশি রাজ্যকে (Government of West Bengal) নির্দিষ্ট ডেডলাইন দেওয়া হবে এবং দাবি না মানলে আমরণ অনশনের মতো বড় পদক্ষেপের পথেও যেতে পারেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors) বলেই সূত্রের খবর।

ডাক্তাররা নিজেদের দায়িত্ব পালন করছেন না, যার ফলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। আগেকার মতো আর জনসমর্থন নেই ডাক্তারদের আন্দোলনে। বিষয়টি নজর এড়ায়নি সিনিয়র চিকিৎসকদের। পাশাপাশি পুজোর মরশুমে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি স্বাস্থ্য পরিষেবাকে বেহাল করে দিতে পারে এই আশংকায় সিনিয়রদের পরামর্শ আন্দোলন চলুক, তবে কর্ম বিরতি প্রত্যাহার করাই বাঞ্ছনীয়। সিনিয়র ডাক্তারেরা যে পরামর্শ ও প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে রাতেই নিজেদের মধ্যে আলোচনা করেন জুনিয়র ডাক্তারেরা। আর জি করের জিবি বৈঠকের (GB meeting) পর রাতেই সবগুলি মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে পৃথক প্যান জিবি বৈঠক শুরু হয়। শুক্রবার WBJDF- এর তরফে প্রতিবাদ মিছিল করার পরই কর্মবিরতি প্রত্যাহার সংক্রান্ত ঘোষণা হবে বলে অসমর্থিত সূত্রের খবর।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version