Tuesday, November 11, 2025

আবাস যোজনা নিয়ে নতুন কোনও অভিযোগের অবকাশই রাখতে প্রস্তুত নয় রাজ্য সরকার। এবার টাকা তুলে দেওয়ার আগেই সেই পথে যেতে রাজ্য সরকারের (state government) নতুন সিদ্ধান্ত। ঠিক করা হয়েছে আবাসের টাকা শুধুমাত্র বাড়ি তৈরির কাজেই ব্যবহার করবেন, এই মর্মে  যোগ্য উপভোক্তাদের কাছ থেকে এবার মুচলেকা (promise note) নেওয়া হবে। তার পরেই তাদের জন্য বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা মঞ্জুর করা হবে।

পঞ্চায়েত দফতর (Panchayat and rural development department)সূত্রে জানা গেছে, আবাস প্লাসের (Awas plus) তথ্য অনুযায়ী গ্রামীণ আবাসের ক্ষেত্রে  রাজ্যে অন্তত ৩০ থেকে ৪০ হাজার উপভোক্তার বাড়ি অসম্পূর্ণ। এর একটা বড় অংশ টাকা নিয়েছে কিন্তু কাজ শেষ করেনি। এমন ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই যোগ্য উপভোক্তাদের কাছ থেকে মুচলেকা (promise note) নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্য পঞ্চায়েত দফতরের কাছেও রেকর্ড হিসাবে থাকবে। পরবর্তী সময়ে দুর্নীতি বা অন্য কোনও প্রশ্ন উঠলে ওই নথি দেখিয়ে  তা খারিজ করা হবে।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো নিজেদের কোষাগার থেকেই আবাস যোজনায়  ১১ লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। এজন্য রাজ্যজুড়ে ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি  গিয়ে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা করা হবে। সেসময়ই এই সংক্রান্ত স্বীকৃতি পত্র নেওয়া হবে সমস্ত উপভোক্তার কাছ থেকে।  রাজ্যে প্রায় সাড়ে ১১ লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করার কথা থাকলেও নতুন করে আরও আবেদনকারীর তথ্য সংযোজন করা হয়েছে। সব মিলিয়ে উপভোক্তার সংখ্যা বাড়বে আরও কয়েক লক্ষ, মনে করছে রাজ্য।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version