Tuesday, November 11, 2025

গুরুকে সম্মান দেননা বিনেশ, তুতো বোনকে নিয়ে হতাশ ববিতা

Date:

বিনেশ ফোগাটকে নিয়ে হতাশ তাঁর খুড়তুতো বোন ববিতা ফোগাট। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেছিলেন বিনেশ। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় অলিম্পিক্স থেকে বাতিল হন বিনেশ। সেই বিনেশের ওপরই হতাশ ববিতা। ববিতার অভিযোগ, তাঁর বাবা মহাবীর ফোগাটের কাছে কুস্তি শিখেছিলেন বিনেশ। কিন্তু গুরুকে সম্মান করেন না অলিম্পিক্সে যাওয়া বিনেশ।

এই নিয়ে এক সাক্ষাতকারে ববিতা বলেন, “ মনু ভাকেরকে আপনারা দেখেছেন পদক নিয়ে বাড়ি ফিরতে। পাশে তাঁর কোচ ছিলেন। অমন শেহরাওয়াতও বাড়ি ফিরেছিলেন কোচকে নিয়ে। কিন্তু বিনেশ ফিরল দীপেন্দ্র হুডাকে নিয়ে। দ্রোণাচার্য দেওয়া উচিত দীপেন্দ্রকে। আমার মনে হয় যদি বাবা বিনেশের পাশে থাকত তাহলে এত রাজনীতি হত না। “ এরপরই ববিতা আরও বলেন, “ আমি বাবাকে তিন বার কাঁদতে দেখেছি। বোন এবং আমার বিয়ের সময়, কাকা মারা যাওয়ার পর এবং বিনেশ অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যাওয়ার পর। আমার বাবা কখনও বিনেশকে বুঝতে দেয়নি যে ওর বাবা নেই। কাকা মারা যাওয়ার পর বিনেশ এবং ওর ভাই-বোনেরা কুস্তি ছেড়ে দিয়েছিল। বাবা ওদের বাড়ি যায়। বোঝায় ওদের। আবার খেলায় ফিরিয়ে আনে। ভোর চারটের সময় অনুশীলনে না গেলে বাবা ওদের বাড়ি যেত নিয়ে আসার জন্য। এত পরিশ্রমের পর যখন ধন্যবাদটুকু পায় না, তখন একজন কোচের কষ্ট হওয়া স্বাভাবিক।“

অলিম্পিক্স থেকে বাতিল হয়েই কুস্তি থেকে অবসর নেন বিনেশ। প্যারিস থেকে ফিরে এসে রাজনীতিতে যোগ দিয়েছেন বিনেশ। কংগ্রেসে যোগ দেন তিনি।

আরও পড়ুন- হার্দিকের বোলিং-এ খুশি নন ভারতীয় দলের বোলিং কোচ, কথা দীর্ঘক্ষণ : সূত্র


Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version