Tuesday, August 26, 2025

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ পরিস্থিতি! প্রভাব পড়ল বিমান পরিষেবায়, বাতিল ফ্লাইট

Date:

মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়েছে যুদ্ধের (War)মেঘ! গাজা-সহ লেবাননে চলচ্ছে ইজরায়েলের অভিযান। ইতিমধ্যে ইহুদি দেশটির বিরুদ্ধে মারমুখী অভিযানে ইরানও (Iran)। ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ। ফলে এই উত্তপ্ত পরিস্থিতি ও অস্থিরতার কারণে উড়ান বাতিল করল সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates)বিমান সংস্থা এমিরেট্‌স (Emirates) ও ফ্লাইদুবাই (Flydubai)।

জানা গিয়েছে, আঞ্চলিক অস্থিরতার কথা মাথায় রেখে ইরান, ইরাক ও জর্ডানে সব ফ্লাইট (Flight)বন্ধ ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইনস। বৃহস্পতিবার বিমান সংস্থাটি এই ঘোষণা করে। এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন জানিয়েছে, আঞ্চলিক অস্থিরতার জন্য তারা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার-সহ আগামী ৪ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহি থেকে ইরাক (বসরা ও বাগদাদ), ইরান (তেহরান) ও জর্ডানগামী (Jardan)(আম্মান) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সময় কোনো ফ্লাইটই এখানে আসবে না।

ইজরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের (Lebanon)রাজধানী বেইরুট। যার প্রভাব পড়েছে উড়ান পরিষেবাতেও। আগামী মঙ্গলবার পর্যন্ত এমিরেট্‌স ও সোমবার পর্যন্ত ফ্লাইদুবাই লেবাননের সমস্ত উড়ান স্থগিত করে দিয়েছে। ইজরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল স্টেডিয়ামে আছড়ে পড়ে জঙ্গি সংগঠন হেজবোল্লার রকেট । অন্যদিকে চলতি সপ্তাহের মঙ্গলবার ইজরায়েলের নানা জায়গায় ২০০-র কাছাকাছি ক্ষেপণাস্ত্র ((Missile)ছোড়ে ইরান। সেই থেকেই প্রভাব পড়তে শুরু করে সংযুক্ত আরব আমিরশাহির বিমান পরিষেবায়।









Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version