Wednesday, August 20, 2025

ইরানি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই, দ্বিশতরান করে ম্যাচের সেরা সরফরাজ

Date:

ইরানি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই। ২৭ বছর পর ইরানি ট্রফি চ্যাম্পিয়ন হল মুম্বই। অজিঙ্কে রাহানের দল হারাল অবশিষ্ট ভারতকে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সৌজন্যে ইরানি ট্রফি ঘরে তুলল মুম্বই। দ্বিশতরান করে ম্যাচের সেরা সরফরাজ খান। এই জয়ের সুবাদে এই নিয়ে ১৫বার ইরানি ট্রফিতে চ্যাম্পিয়ন হল মুম্বই। মুম্বইকে শুভেচ্ছা জয় শাহ-এর।

ম্যাচে প্রথম ইনিংসে মুম্বই করে ৫৩৭ রান। ২২২ রান করে অপরাজিত থাকেন সরফরাজ খান। তবে শুধু সরফারাজ নন, ব্যাট হাতে দাপট দেখান অজিঙ্কে রাহানে, শ্রেয়স আইয়র এবং তানুষ কোটিয়ান। অল্পের জন্য সেঞ্চুরির সুযোগ হারান অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি করেছিলেন ৯৭ রান। শ্রেয়স আইয়ার করেন ৫৭ রান ও তনুষ কোটিয়ান করেন ৬৪ রান। জবাবে অবশিষ্ট ভারত শেষ হয়ে যায় ৪১৬ রানে। দুরন্ত ইনিংস খেলেন অভিমন্যু ঈশ্বরণ। ১৯১ রান করেন তিনি। ধ্রুব জুড়েল করেন ৯৩ রান।

দ্বিতীয় ইনিংসে ৩২৯ রান করে মুম্বই। দ্বিতীয় ইনিংসে রান পান পৃথ্বী শ। তিনি করেন ৭৬ রান। কিন্তু তার পরই ধস নামে। এক সময় ১২৫ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যায়। তার পরই প্রতিরোধ গড়ে তোলেন তনুষ কোটিয়ান। তিনি অপরাজিত রইলেন ১১৪ রানে। শেষমেশ প্রথম ইনিংসে এগিয়ে থাকার সৌজন্যে ইরানি ট্রফি ঘরে তোলে মুম্বই।

আরও পড়ুন- ফের হার লাল-হলুদের, জামশেদপুরের কাছে হারল ২-০ গোলে


Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version