ইরানি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই, দ্বিশতরান করে ম্যাচের সেরা সরফরাজ

0
1

ইরানি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই। ২৭ বছর পর ইরানি ট্রফি চ্যাম্পিয়ন হল মুম্বই। অজিঙ্কে রাহানের দল হারাল অবশিষ্ট ভারতকে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সৌজন্যে ইরানি ট্রফি ঘরে তুলল মুম্বই। দ্বিশতরান করে ম্যাচের সেরা সরফরাজ খান। এই জয়ের সুবাদে এই নিয়ে ১৫বার ইরানি ট্রফিতে চ্যাম্পিয়ন হল মুম্বই। মুম্বইকে শুভেচ্ছা জয় শাহ-এর।

ম্যাচে প্রথম ইনিংসে মুম্বই করে ৫৩৭ রান। ২২২ রান করে অপরাজিত থাকেন সরফরাজ খান। তবে শুধু সরফারাজ নন, ব্যাট হাতে দাপট দেখান অজিঙ্কে রাহানে, শ্রেয়স আইয়র এবং তানুষ কোটিয়ান। অল্পের জন্য সেঞ্চুরির সুযোগ হারান অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি করেছিলেন ৯৭ রান। শ্রেয়স আইয়ার করেন ৫৭ রান ও তনুষ কোটিয়ান করেন ৬৪ রান। জবাবে অবশিষ্ট ভারত শেষ হয়ে যায় ৪১৬ রানে। দুরন্ত ইনিংস খেলেন অভিমন্যু ঈশ্বরণ। ১৯১ রান করেন তিনি। ধ্রুব জুড়েল করেন ৯৩ রান।

দ্বিতীয় ইনিংসে ৩২৯ রান করে মুম্বই। দ্বিতীয় ইনিংসে রান পান পৃথ্বী শ। তিনি করেন ৭৬ রান। কিন্তু তার পরই ধস নামে। এক সময় ১২৫ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যায়। তার পরই প্রতিরোধ গড়ে তোলেন তনুষ কোটিয়ান। তিনি অপরাজিত রইলেন ১১৪ রানে। শেষমেশ প্রথম ইনিংসে এগিয়ে থাকার সৌজন্যে ইরানি ট্রফি ঘরে তোলে মুম্বই।

আরও পড়ুন- ফের হার লাল-হলুদের, জামশেদপুরের কাছে হারল ২-০ গোলে