Friday, November 7, 2025

সম্পত্তিগত বি.বাদ! আন্দুলে নিজের বাড়িতে হাত পা বাঁধা অবস্থায় বৃদ্ধের মৃ.তদেহ উদ্ধার

Date:

নিজের বাড়ির দোতলার ঘর থেকে থেকে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ (Dead Body)। হাত, পা, মুখ বাঁধা অবস্থায় মৃত বৃদ্ধকে নিজের ঘর থেকে উদ্ধার করা হয়। শনিবার সকালে এ ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার আন্দুলে (Andul)। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম কুণাল ভট্টাচার্য। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।সম্পত্তি (Property)সংক্রান্ত বিবাদের কারণে এই খুন ( Murder)বলে প্রাথমিক অনুমান স্থানীয় বাসিন্দাদের।

এদিন মৃতের বোন অন্যান্য দিনের মতোই শনিবার সকালে ওই বাড়িতে গিয়েছিলেন। তিনি প্রথম ঘরে ঢুকে দেখেন হাত-পা, মুখ বাঁধা অবস্থায় তাঁর দাদার দেহ উপুড় অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। এরপর ওই মহিলার চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে সাঁকরাইল থানায় (Sankrail Police Station)খবর যেতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। পুলিশ সূত্রে খবর, ঘরের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের ( Old Man)দেহ উদ্ধার হয়। অনুমান করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দোতলা বাড়িতে বৃদ্ধ ছাড়াও থাকেন তাঁর ভাইয়ের বউ ও তাঁর ছেলে। অন্যদিকে পুলিশে তরফে একটি খুনের মামলা রুজু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি হাওড়ার ( Howrah)পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি এদিন বলেন, “পারিবারিক কারণে বৃদ্ধকে খুন করা হয়ে থাকতে পারে। আমরা খুব শীঘ্রই দোষীকে ধরে ফেলব।” ইতিমধ্যে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হলেও এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এই বৃদ্ধকে খুন করল, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- ডেডলাইন শেষ! ধর্নাস্থল থেকে আমরণ অনশনের ডাক জুনিয়র ডাক্তারদের

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version