Tuesday, August 26, 2025

ক্রিকেটে ‘না’, SCO-তে ‘হ্যাঁ’! জয়শঙ্করের দ্বিচারিতাকে প্রশ্ন সাকেতের

Date:

পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্কে না বলে দেওয়ার পরও দেশের বিদেশমন্ত্রী (Minister of External Affairs) খোদ যাচ্ছেন পাকিস্তানে। একদিকে দুই দেশের মধ্যে সৌজন্যের ক্রিকেটও বন্ধ ভারত সরকারের সিদ্ধান্তে। অন্যদিকে ভারত সরকারের বিদেশমন্ত্রী শুধুমাত্র সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) বৈঠকে যোগ দিতে সেই পাকিস্তানেই যাচ্ছেন। ইউরোপ-এশিয়ার বেশ কয়েকটি দেশের অর্থনৈতিক, নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য তৈরি এই সংগঠনের শীর্ষে শুধুমাত্র রাশিয়া ও চিন থাকায় কার্যত তাঁদের তুষ্ট করতে পাকিস্তান সফরে এস জয়শঙ্কর (S Jaishankar), কটাক্ষ তৃণমূল সাংসদ সাকেত গোখলের (Saket Gokhale)।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) ইউরোপ ও এশিয়ার (Eurasia) দশটি দেশের প্রত্যক্ষ সদস্যপদে তৈরি সংগঠন। বিভিন্ন মহাদেশের ও বিশ্বের গুরুত্বপূর্ণ আরও ১০টি দেশ এই মঞ্চের বৈঠকের সঙ্গী হিসাবেও কাজ করে। তবে মূল সদস্য দেশগুলির মাথা হিসাবে সব সময় রাশিয়া ও চিনকেই কাজ করতে দেখা যায়। এখানেই তৃণমূল সাংসদ সাকেতের প্রশ্ন, “এসসিও আঞ্চলিক হিসাবে কয়েকটি দেশের একটি সংগঠন যার প্রতিষ্ঠাতা ও নিয়ন্ত্রক রাশিয়া ও চিন। বাস্তবেই এখানে ‘এস’ হল সাংহাই-এর প্রতীক। আমাদের ক্রিকেট দলকে পাকিস্তানে যেতে পর্যন্ত না দিয়ে আমাদের বিদেশমন্ত্রী (External Affairs Minister) এবার নিজেই সে দেশে যাচ্ছেন।”

সেই সঙ্গে ভারত-পাকিস্তান সম্পর্ক কীভাবে রাশিয়া (Russia) ও চিনের (China) দ্বারা নিয়ন্ত্রিত সেই দাবি তুলেই সাকেতের প্রশ্ন, “পাকিস্তানের সঙ্গে মোদি ও জয়শঙ্কর কেন বিগ ব্রাদার রাশিয়া, চিনের নিয়ন্ত্রণে কথা বলেন? যেখানে জয়শঙ্কর ভিডিও কনফারেন্সে (video conference) বৈঠক করতে পারতেন সেখানে কেন তিনি ব্যক্তিগতভাবে পাকিস্তানে (Pakistan) যাচ্ছেন? সেখানেও কী মোদির উপর পুতিনের (Vladimir Putin) চাপ রয়েছে? সব রকম সম্পর্ক ছিন্ন করার পরেও কেন শুধুমাত্র রাশিয়া, চিন নিয়ন্ত্রিত বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জয়শঙ্কর?”

দুই দেশের মধ্যে বৈঠকের পথ খোলাকে স্বাগত জানিয়ে রাজ্যসভার তৃণমূল সাংসদের দাবি, “ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে কথাবার্তা শুরু হওয়ার ভালো বিষয়। কিন্তু তা রাশিয়া ও চিনের ‘নজরদারি’র (supervision) অধীনে হওয়া কখনই মেনে নেওয়া সম্ভব নয়।” সেই সঙ্গে কীসের ভয়ে মোদি রাশিয়া ও চিনের কাছে মাথানত করেন, প্রশ্ন সাকেত গোখেলের।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version