সারেগামাপার মঞ্চে দরদী রবীন্দ্র সঙ্গীত গেয়ে মন জিতলেন জাভেদ

বাংলা টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়ালিটি শোতে রবি ঠাকুরের গান গেয়ে খবরের শিরোনামে শিল্পী জাভেদ আলি (Javed Ali)। রবিবার সারেগামাপার (Sa Re Ga Ma Pa) মঞ্চে রবীন্দ্র সঙ্গীতের (Rabindra Sangeet) বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। সেই ঝলক প্রকাশ্যে আসতেই জাভেদের আবেগি গলায় মুগ্ধ নেটপাড়া।

‘আমার পরাণ যাহা চায়’ গানটি পারফর্ম করেন মুম্বইয়ের অবাঙালি সঙ্গীত শিল্পী। তাঁকে যোগ্য সঙ্গত করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী (Imon chakroborty)। যেভাবে স্পষ্ট উচ্চারণে এবং দক্ষ শৈল্পিক সত্তার পরিচয় দিয়ে জাভেদ রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন তাতে প্রশংসার বন্যা কমেন্ট বক্সে। অসাধারণ সেই উপস্থাপনার ঝলকে গুনগুন করতে দেখা গেছে শিল্পী অন্তরা মিত্রকেও। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কেউ বলছেন, ‘এতো সুন্দর করে অনেক বাঙালী গায়কও গাইতে পারবে কিনা সন্দেহ… হৃদয় স্পর্শ করে যাওয়ার মতো।’ আবার অনেকের মতে অবাঙালি গায়কের কণ্ঠে কবিগুরুর গানের এই দরদ মোহময় আবহ তৈরি করেছে, যেখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করছে না। বর্তমান সময়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে শিল্পীরা যখন নানা ধরনের এক্সপেরিমেন্ট করেন, তখন মূল গানের স্বকীয়তা বজায় রেখে জাভেদের উপস্থাপনা যথেষ্ট শিক্ষনীয় মনে করছেন শ্রোতারা।