পটাশপুরে ধর্ষণে বাধা দেওয়ায় কীটনাশক খাইয়ে খুন! অভিযুক্তকে গণপিটুনি স্থানীয়দের

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে (Patashpur) ধুন্ধুমার। বিবাহ বহির্ভূত সম্পর্ক (Extra Marital affair) জেনে ফেলায় বাড়ি থেকে মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা। বাধা দিতে গেলে কীটনাশক খাইয়ে নির্যাতিতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ভুবন মঙ্গলপুর এলাকার ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী, অভিযুক্তকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পটাশপুর থানার ভুবন মঙ্গলপুর এলাকায় এক মহিলার সঙ্গে এক ব্যক্তির অবৈধ সম্পর্ক দেখে ফেলায় বেশ কয়েকদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল নির্যাতিতাকে। তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এই সুযোগে শনিবার গ্রামেরই এক ব্যক্তি ওই মহিলাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ওই মহিলা বাধা দিলে তাঁকে বেধড়ক মারধর করে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা করা হয়। প্রাথমিকভাবে আহত মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তমলুক হাসপাতালে (Tamluk Hospital) স্থানান্তরিত করা হয়। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি সামনে আসতেই এলাকায় জনরোষ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে গণধোলাই দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ শুরু হয়। কোনমতে ঘটনাস্থল থেকে এক ব্যক্তি এবং মহিলাকে উদ্ধার করা গেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি তুলছেন গ্রামবাসীরা।