জয়নগরে নির্যাতিতা শিশুর ময়নাতদন্ত আজ, মহিষমারি জুড়ে পুলিশের টহলদারি 

টিউশন পড়ে ফেরার পথে, ন’বছরের শিশুকন্যার ধর্ষণ ও মৃত্যুর (Jaynagar child rape murder case) ঘটনায় শনিবার থেকে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি- জয়নগর (Jaynagar)। দিনভর অগ্নিগর্ভ পরিস্থিতি থাকার পর রাতে কাটাপুকুরেও বিক্ষোভের আঁচ লক্ষ্য করা গেছে। রবিবার শিশুর ময়নাতদন্ত হবে বলে খবর। সকাল থেকেই থমথমে এলাকা, বসেছে পুলিশ পিকেট চলছে টহলদারি (Police continuously monitoring situation of Jaynagar)। অশান্তি এড়াতে পুলিশ ফাঁড়ি ঘিরে রাখা হয়েছে।

রবিবাসরের সকালে মহিষমারি বাজার এলাকায় দু একটি দোকান খুলেছে। আজ বিরোধীদলের প্রতিনিধিদের ঘটনাস্থলে যাওয়ার কথা শোনা মাত্রই ব্যবসায়ীরা গোলমালের আশঙ্কায় বাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। সতর্ক রয়েছে পুলিশ। শনিবার পুলিশ ফাঁড়িতে আগুন ধরানোর ঘটনাতে যাঁরা যুক্ত, চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিলেন এসপি। রবিবার সকাল পর্যন্ত সেই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। মৃতের বাবা-মায়ের সম্মতিতে এদিন ময়নাতদন্তের পর বেশ কিছু প্রশ্নের উত্তর মিলবে বলে আশাবাদী পুলিশ। মূল অভিযুক্তকে আপাতত সাত দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।