পুজো শুরু হতে না হতেই হাসি ফুটল পরিবহন কর্মীদের (transport department employees ) মুখে। শনিবার রাজ্য পরিবহন দফতরের তরফে বড় ঘোষণা করা হলো। এবার পুজোয় এককালীন ৬ হাজার টাকা অনুদান পাবেন সরকারি পরিবহন কর্মীরা। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবার পুজোয় এককালীন ৬ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

শনিবার টাকার অংক নিয়ে সাময়িকভাবে কিছুটা বিভ্রান্ত তৈরি হলেও পরবর্তীতে এটা স্পষ্ট হয়ে যায় যে পরিবহন দফতরের বাস ড্রাইভার, কন্ডাক্টর থেকে শুরু করে, জলসাথী বা দফতরের কর্মীরা যারা বোনাসের আওতায় আছেন তাঁরা প্রত্যেকেই এই টাকা পাবেন। আগামী সোমবার এই বোনাস মিলবে। প্রত্যেক বছরই রাজ্য সরকার (Government of West Bengal) পরিবহন বিভাগের সব কর্মীদের জন্য বোনাস অনুমোদন করে থাকে এবারেও তার ব্যতিক্রম হলো না।
