কলিকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) সাংবাদিকতা ও গনজ্ঞাপণ পাঠক্রমের ৭৫ বছর উদযাপন। সোমবার পদযাত্রার আয়োজন করা হয়। বিভাগের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, গবেষক, শিক্ষক, শিক্ষাকর্মী ও আধিকারিকরা পদযাত্রায় অংশগ্রহণ করেন। সকাল এগারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে শুরু করে এই পদযাত্রা যায় রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের পাশে রাজা সুবোধ মল্লিকের বাড়ির কাছ পর্যন্ত। অনুষ্ঠানে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শান্তা দত্ত (দে), রেজিস্ট্রার অধ্যাপক ড. দেবাশিস দাস, বিভাগের প্রধান অধ্যাপক ড. পীযুষকান্তি পাণিগ্রাহী, ফ্যাকাল্টি কাউন্সিলের ডিন (অস্থায়ী) ড. সৌমেন্দ্রনাথ বেরা, প্রবীণ সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, প্রেস ক্লাবের সভাপতি ড. স্নেহাশিস সুর প্রমুখ।