বীরভূমের গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ। ঘটনায় কমপক্ষের ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য। সোমবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth) জানান, মৃতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।
মনোজ পন্থ (Manoj Panth) জানান, রাজ্য সরকারের তরফ থেকে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানানো ছাড়াও, আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যসচিবের কথায়, মৃত্যুর ক্ষতিপূরণ টাকা দিয়ে কখনওই সম্ভব নয়। তবুও বিপদের সময়ে পরিবারগুলির পাশে থাকার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন নিগমের তরফে প্রত্যেক মৃতের পরিবারকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ২ লক্ষা টাকা করেও দেওয়া হবে। পাশাপাশি পরিবারগুলির একজন করে হোমগার্ডের চাকরিও পাবেন।