চতুর্থীতে দক্ষিণবঙ্গের চার জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা!

পুজোর (Durga Puja) মুখে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে বৃষ্টিভেজা দেবীপক্ষ। পুজোর প্রায় সব কটা দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা। তবে আজ সোমবার, চতুর্থীতে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) চার জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে মহানগরীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা শহরে ভারী বৃষ্টি হবে না, বরং আজ দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। কিন্তু উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে শনিবার অষ্টমী-নবমী পর্যন্ত হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলাতেই সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।