Friday, August 29, 2025

কথায় আছে যস্মিন দেশে যদাচার! যেমন দেশ তেমনই আচার- এই প্রবাদের সার্থকতাকেই পাথেয় করে বিদেশ বিভুঁইয়ে থেকে শুধুমাত্র মা দুর্গার প্রতি তাদের ভালোবাসা দিয়েই নজির গড়ে ফেললেন মার্কিন মুলুকের এক ঝাঁক প্রবাসী বাঙালি৷

পাঁজি-পুঁথি এখানে ব্রাত্য, মন আর আত্মার বিশুদ্ধ ভক্তিটাই এখানে সম্বল৷ স্বদেশে যখন মায়ের বোধনের প্রস্তুতি চলছে জোরকদমে, তখন সাত সমুদ্র তেরো নদীর পাড়ে মার্কিন মুলুকে বিল গেটসের পাড়া সিয়াটেলে মহা ধুমধামে আয়োজিত হচ্ছে মায়ের পুজো৷ সারা সপ্তাহ চূড়ান্ত ব্যস্ততা, হাতে সম্বল সপ্তাহান্তের দুটি ছুটির দিন শনি আর রবি৷ সেই দুদিনেই সেরে ফেলতে হবে মা দুর্গার আরাধনা৷ যেমন ভাবা তেমন কাজ৷ রাতারাতি বুক করে ফেলা হল কমিউনিটি সেন্টার, মা দুর্গার মূর্তির ব্যবস্থাও হয়ে গেল দেশে যোগাযোগ করে৷ এরপরে শুধুই আয়োজন৷ কলকাতা তথা পশ্চিমবঙ্গে মায়ের বোধনের আগেই বিল গেটসের পাড়া, স্টার বাকস কফির গ্লোবাল সদর দফতরের এলাকায় দুদিনের মধ্যে মা দুর্গার আরাধনা সেরে ফেললেন সিয়াটেলের ‘উত্তরায়ণ’ ক্লাবের সদস্যরা৷ এদের মধ্যে বিশ্বখ্যাত বিমান প্রস্তুতকারক সংস্থার ডিরেক্টর অভীক ভট্টাচার্য অন্যতম৷ তিনি নিজে তাঁর বাঙালি বন্ধুদের সঙ্গে নিয়ে দিন রাত পরিশ্রম করেছেন, মায়ের পুজোর ব্যবস্থা করেছেন নিষ্ঠা ভরে৷ শেষে সবার সহযোগিতায় উত্তরায়ণ ক্লাবের দুর্গাপুজো সম্পন্ন হল ৫ এবং ৬ অক্টোবর, শনি ও রবি দুদিন৷

সমালোচকরা হয়ত চোখ কোঁচকাবেন ! প্রশ্ন তুলবেন পুজোর নির্ঘন্ট না মানাকে কেন্দ্র করে৷ তাদের জন্য জবাব একটাই, পাঁজি পুঁথি এখানে ব্রাত্য৷ পেটের টানে বিদেশে কর্মরত বাঙালির প্রবল উত্‍সাহের কাছে হার মানছে মার্কিন মুলুকের দৈনন্দিন কর্মব্যস্ততা ও পেশাদারিত্ব৷ এতটাই সাড়া ফেলেছে সিয়াটেলের প্রবাসী বাঙালিদের আয়োজিত এই দুর্গোত্‍সব যে এখানকার অধিবাসী বিশ্বখ্যাত শিল্পপতি বিল গেটসও চাঁদা পাঠিয়েছেন দুর্গা পুুজোর জন্য। এখানেই শেষ নয় ! উত্তরায়ণের বন্ধু আরও তিনটি ক্লাবও একইরকমভাবে দু দিন দুদিন করে দুর্গাপুজোর আয়োজন করবেন, তাদের নিজের নিজের এলাকায়৷ সেখানেও থাকবে নিষ্ঠাভরে মায়ের আরাধনা, আট থেকে আশির দেদার আনন্দ আর অবশ্যই বাঙালির বিখ্যাত পেটভুজো৷

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version