১৬ তম বর্ষে পদার্পণ করলো বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনের শারোদৎসব। প্রতি বছরের ন্যায় এবারেও জাঁকজমকভাবেই পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা।
এই চৌধুরী বাড়ির আসল অস্তিত্ব রয়েছে ওপার বাংলায়। ওপার বাংলার নকিপুর গ্রামের এক প্রখ্যাত জমিদারের গোরো অট্টালিকা বাড়ির আদলে সজ্জিত হয়েছে এবারের বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর মণ্ডপ।
তবে বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনের শারোদৎসবে একটি বিশেষ বৈশিষ্ট রয়েছে। ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক প্রণব বিশ্বাস জানান, আমাদের ক্লাবের দুর্গাপুজোর জন্য কারো থেকে আমরা কোনোপ্রকার চাঁদা নিইনা।
আরও পড়ুন- আবহাওয়ার পরিবর্তন! বিপন্ন বাংলার ঐতিহ্যশালী ‘টেরাকোটা’ শিল্প
