ইতিহাস চুপি চুপি কথা কয়: থিমে চমক বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনের শারোদৎসবের

১৬ তম বর্ষে পদার্পণ করলো বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনের শারোদৎসব। প্রতি বছরের ন্যায় এবারেও জাঁকজমকভাবেই পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। মূলত থিমপুজোর ওপরেই প্রতিবার মণ্ডপসজ্জা করে থাকেন পুজো উদ্যোক্তারা। এবার তাদের থিম ‘ইতিহাস চুপি চুপি কথা কয়-চৌধুরী বাড়ি’।

এই চৌধুরী বাড়ির আসল অস্তিত্ব রয়েছে ওপার বাংলায়। ওপার বাংলার নকিপুর গ্রামের এক প্রখ্যাত জমিদারের গোরো অট্টালিকা বাড়ির আদলে সজ্জিত হয়েছে এবারের বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর মণ্ডপ। পুজোর তৃতীয়ার দিন এই পুজোর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র, বরানগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা সহ আরও অনেক ব্যক্তিবর্গ। উদ্বোধনের পরেই মানুষের ঢল নেমেছে মণ্ডপ দেখার জন্য।

তবে বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনের শারোদৎসবে একটি বিশেষ বৈশিষ্ট রয়েছে। ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক প্রণব বিশ্বাস জানান, আমাদের ক্লাবের দুর্গাপুজোর জন্য কারো থেকে আমরা কোনোপ্রকার চাঁদা নিইনা। একপ্রকার বলতে পারেন চাঁদাবিহীন দুর্গাপুজো হয় আমাদের ক্লাবে। তাছাড়া সারা বছর এলাকার নানা ধরণের সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে আমাদের ক্লাব। এলাকার মানুষরাও এগিয়ে আসেন ক্লাবের পুজোকে সাফল্যমণ্ডিত করার জন্য।

আরও পড়ুন- আবহাওয়ার পরিবর্তন! বিপন্ন বাংলার ঐতিহ্যশালী ‘টেরাকোটা’ শিল্প