অবসর নিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা

অবসর নিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় জিমন্যাস্টিক্স থেকে অবসরের কথা জানান ভারতীয় অ্যাথলিট। ২০১৬-র রিও অলিম্পিক্সে জিমন্যাস্টিক্সে মহিলাদের ভল্ট ইভেন্টে অল্পের জন্য পদক জিততে পারেননি দীপা। তাঁর প্রোদুনোভা ভল্ট সে সময় নজর কেড়েছিল গোটা বিশ্বে।

এদিন নিজের অবসর নিয়ে দীপা লেখেন,” অনেক সিদ্ধান্ত করে জিমন্যাস্টিক্স থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক দমই সহজ ছিল না সিদ্ধান্ত নেওয়া। তবে এটাই সঠিক সময়। জিমন্যাস্টিক্স আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। কখনও সাফল্য পেয়েছি, কখনও ব্যর্থ হয়েছি। পাঁচ বছর বয়সে শুরু করার সময় একজন বলেছিলেন, আমি কখনও জিমন্যাস্ট হতে পারব না। কারণ আমার পায়ের পাতা সমান। যে টুকু সাফল্য পেয়েছি, তারজন্য আমি গর্বিত। বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা, পদক জেতা এবং ২০১৬ সালের রিও অলিম্পিক্সে প্রোদুনোভা ভল্ট মারতে পারা আমার জিমন্যাস্ট জীবনের সব চেয়ে স্মরণীয় ঘটনা। আমার সেই দীপাকে এখন দেখে গর্ব হয়, যে সাহসের সঙ্গে স্বপ্ন দেখেছিল। তাসখন্ডে আয়োজিত এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে শেষ পদক জিতেছি। কখনও মনে হয়েছিল, চেষ্টা চালিয়ে গেলে আরও কিছুটা এগোতে পারব। কিন্তু শরীর আর সঙ্গ দিচ্ছিল না। মাঝে মাঝেই বুঝিয়ে দিচ্ছিল, এবার আমার বিশ্রাম নেওয়ার সময়। যদিও আমার মন এখনও মানতে চাইছে না।“ এরপর কোচের কথা উল্লেখ করে, “ আমার কোচ বিশ্বেশ্বর নন্দী এবং সোমা ম্যামকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা আমাকে গত ২৫ বছর ধরে সাহায্য করেছেন। তাঁরাই আমার সব চেয়ে বড় শক্তি। সবসময় পাশে থাকার জন্য ত্রিপুরা সরকার, জিমন্যাস্টিক্স ফেডারেশন, সাইকে ধন্যবাদ। অবশ্যই আমার পরিবারের কথা বলতে হবে। ভাল সময়, খারাপ সময়, সব সময় পরিবারের সকলে পাশে পেয়েছি। ওদেরও ধন্যবাদ।“

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার ফিটনেসে খুশি মানোলো , কী বললেন ভারতীয় দলের কোচ ?