Friday, November 7, 2025

রাত পোহালেই নির্বাচনের ফল: জম্মু-কাশ্মীর, হরিয়ানায় চূড়ান্ত প্রস্তুতি

Date:

ভোটগ্রহণের পর্বের পরে বুথ ফেরৎ সমীক্ষার (exit poll) পর্বও শেষ। মঙ্গলবার সকাল থেকে সামনে আসবে ভূস্বর্গ ও হরিয়ানার (Haryana) নির্বাচনের ফলাফল। বুথ ফেরৎ সমীক্ষায় কতটা নির্ভর করা যাবে তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই প্রমাণিত হবে। তার আগে একদিকে যেমন দুই রাজ্যেই কংগ্রেস ও বিজেপি শিবিরে চাপা উত্তেজনা, তেমনই তৎপরতা জেলা পুলিশ প্রশাসনের তরফে। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিরাপত্তা নিয়ে অনেক বেশি তৎপরতা, বলাই বাহুল্য।

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ৯০ কেন্দ্রে তিন দফায় (three phases) ভোটগ্রহণ হয়েছে। সর্বশেষ ভোটদানের হার (poll percentage) ৬৩.৮৮ শতাংশ। শেষ দফায় সবথেকে বেশি প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে, যে কারণে সর্বমোট ভোট শতাংশ খানিকটা ভদ্রস্থ জায়গায় পৌঁছেছে। রবিবার প্রকাশিত বুথফেরৎ সমীক্ষা অনুযায়ী জম্মুতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপির (BJP) সঙ্গে I.N.D.I.A. জোটের। ভূস্বর্গে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে ফারুক আবদুল্লার ন্যাশানাল কনফারেন্সের (National Conference)। তবে কাশ্মীরে অনেক বেশি আসন জয়ের সম্ভাবনা জোটের। ভোট গণনায় ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি নির্বাচনী এজেন্ট ও রাজনৈতিক দলগুলির জন্য বাফার জোনে দূরত্ব বেশি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে হরিয়ানায় (Haryana) নির্বাচন শেষ হয়েছে শনিবার। ৯০ বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৬৭.৯০ শতাংশ। দুবারের ক্ষমতা বিজেপি হরিয়ানায় ধরে রাখতে পারবে কিনা তা সন্দেহের মুখে। বুথ ফেরৎ সমীক্ষা দেখাচ্ছে ধরাশায়ী হতে চলেছে বিজেপি। সেই মতো কংগ্রেস শিবিরে মুখ্যমন্ত্রী খোঁজাও শুরু হয়েছে।

মঙ্গলবার দুই রাজ্যেই সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা (vote counting)। প্রথমে ব্যালট ভোট গণনার পরে শুরু হবে ইভিএম গণনা। ভোটকর্মীদের ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে প্রবেশে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বেলা ১২টার মধ্যে প্রাথমিক ট্রেন্ড (Trend) বোঝা যাবে বলেই অনুমান রাজনীতিকদের। নাশকতায় জর্জরিত জম্মু ও কাশ্মীরে তিন দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। হরিয়ানায় শেষ দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তিতে বিজেপি কংগ্রেস দুপক্ষের কর্মীরা আক্রান্ত হয়েছেন। এবার ভোটগণনা শান্তিপূর্ণ করাই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version