তৃতীয়াতেই প্যান্ডেলে প্যান্ডেলে জনস্রোত, পুজোর আনন্দে মাতোয়ারা মহানগরী

শহরের প্রায় সবকটা বড় বড় পুজোর (Durga Puja) উদ্বোধন হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হতে হাতে এখনও দিন দুই বাকি আছে। যদিও শহর কলকাতার ছবিটা দেখলে সে ধারণা ভ্রান্ত প্রমাণ হতে বাধ্য। দেবীপক্ষের প্রথম দিন থেকে যেভাবে ঠাকুর দেখতে রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মানুষ তাতে তৃতীয়ার সন্ধ্যায় শহরে জনস্রোত যেন কাঙ্খিতই ছিল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Sreebhumi Sporting Club) হোক বা এগডালিয়া এভারগ্রিন (Ekdaliya Evergreen) , প্যান্ডেল জুড়ে থিকথিক করছে ভিড়। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে আজ চতুর্থীর কর্মব্যস্ত দিনে ট্রাফিক সচল রাখাই বড় চ্যালেঞ্জ পুলিশের (Kolkata Police) কাছে।

প্রত্যেক বছরের মতো এ বছরেও মহালয়া (Mahalaya) থেকেই প্রিয় পুজো মণ্ডপে ভিড় জমিয়েছে বাঙালি। ষষ্ঠী থেকে পুজোর শুরু হলেও কলকাতার ক্ষেত্রে নিয়মটা বদলে গেছে গত কয়েক বছর ধরেই। পুজোর আগে শেষ রবিবার থিকথিকে ভিড় নিউমার্কেট চত্বরে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি প্রশাসনের।

রবিবার সন্ধ্যায় ঠাকুর দেখার ভিড় বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিন সংঘের মণ্ডপে। একই ছবি দেখা যায় দক্ষিণ কলকাতা গড়িয়াহাটে সিংহি পার্কের পুজোয়। সন্ধে নাগাদ মুখ্যমন্ত্রী সুরুচি সংঘের পুজো উদ্বোধন করার পরই দেখা গেল কচিকাঁচাদের সঙ্গে নিয়ে মধ্যবয়স্করা মোবাইল হাতে বেরিয়ে পড়েছেন ঠাকুর দর্শনে। পিছিয়ে নেই তরুণ প্রজন্মও। কেউ ভ্লগ করতে ব্যস্ত তো কেউ রিল শ্যুট করতে। সকলেই বলছেন এরপর যা ভিড় বাড়বে তাতে আর এসবের অবকাশ মিলবে না তাই আগেভাগেই ঠাকুর দেখা আর কাজ সেরে রাখা। একই ছবি উত্তর কলকাতাতেও। ক্রমশ ফাঁকা হতে থাকা পটুয়াপাড়া আর ঢাকিদের ঢাকের বোলে সরগরম হতে থাকা হাওড়া- শিয়ালদহ স্টেশন চত্বর সোমবারের সকালে বুঝিয়ে দিল পুজো শুরু হতে আর মাত্র দুদিন বাকি।