১) বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় পায় ভারতীয় দল। এই ম্যাচে ব্যাট হাতে দাপট দেখান হার্দিক পান্ডিয়া। ৩৯ রানে অপরাজিত থাকেন। এমনকি ছক্কা মেরে জয় এনে দেন হার্দিক । আর তাতেই নয়া রেকর্ড গড়লেন ভারতের এই তারকা অলরাউন্ডার। ছাপিয়ে গেলেন বিরাট কোহলিকেও।

২) অবসর নিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। নিজের সোশ্যাল মিডিয়ায় জিমন্যাস্টিক্স থেকে অবসরের কথা জানান ভারতীয় অ্যাথলিট। ২০১৬-র রিও অলিম্পিক্সে জিমন্যাস্টিক্সে মহিলাদের ভল্ট ইভেন্টে অল্পের জন্য পদক জিততে পারেননি দীপা। তাঁর প্রোদুনোভা ভল্ট সে সময় নজর কেড়েছিল গোটা বিশ্বে।

৩) সামনেই ভিয়েতনামের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। ফিফা ফ্রেন্ডলিতে ১২ অক্টবর ভিয়েতনামের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তবে তার আগে কলকাতায় অনুশীলনে নামে ভারতীয় দল। আর দলের ফিটনেসে খুশি টিম ইন্ডিয়ার কোচ মানোলো মার্কুয়েজ।

৪) নতুন ভূমিকায় ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। আমেরিকার ন্যাশনাল ক্রিকেট লিগে বিনিয়োগ করলেন তিনি। এ বছর থেকেই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। ন্যাশনাল ক্রিকেট লিগের ওনারশিপ গ্রুপে যুক্ত হয়ে উচ্ছ্বসিত সচিন। জানান , গর্বিত তিনি।
৫) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলতে না যাওয়ার শাস্তি পেল মোহনবাগান সুপার জায়ান্ট। গত ২ অক্টোবর ইরানের ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলা ছিল মোহনবাগানের। কিন্তু ইরানে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে খেলতে যায়নি মোহনবাগান। সেই কারণেই শাস্তি দেওয়া হল জোসে মোলিনার দলকে।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
