জয়নগরে নাবালিকার যৌন হেনস্থা ও খুনের তদন্তে ৭ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল বারুইপুর জেলা পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (Police Superintendent) রূপান্তর সেনগুপ্তের নেতৃত্বে এই SIT-এ রয়েছেন বারুইপুরের SDPO অতীশ বিশ্বাস, জয়নগরের সিআই সুবীর ঢালি, এসআই ত্রিদিব মল্লিক, এসআই সৌমেন দাস ও এসআই তন্ময় দাস।
