Thursday, May 22, 2025

মোদি সরকারের কার্যকালে দেশে বাড়ছে অপুষ্টি! গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট প্রকাশ্যে এনে তো.প তৃণমূলের

Date:

মোদি সরকারের কার্যকালে ক্রমেই বাড়ছে অপুষ্টি৷ ২০১৪ সাল থেকে ২০২৪- বিগত দশ বছরে আমাদের দেশ অপুষ্টি তালিকায় ক্রমেই উপরের দিকে উঠেছে। এই ইস্যুটিকে হাতিয়ার করে মোদি সরকারকে তীব্র নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷ এই প্রসঙ্গেই চলতি বছরের গ্লোবাল নিউট্রিশন রিপোর্টকে হাতিয়ার করে ডেরেকের তোপ, মহিলাদের রক্তাল্পতা দূর করার জন্য ভারতে কোনও পদক্ষেপই গ্রহণ করা হয়নি৷ ৫ বছরের নিচে থাকা ভারতীয় শিশুদের ১৭ শতাংশ অপুষ্টি জনিত রোগে ভুগছে, যা গোটা বিশ্বে সর্বাধিক, অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান৷ আমাদের দেশে ১৪ লক্ষ শিশু অপুষ্টি জনিত রোগের শিকার, ১০ লক্ষ লোক সিকল সেল ম্যালেরিয়ায় ভুগছে অপুষ্টির কারণে, অভিযোগ করেছেন ডেরেক ও ব্রায়ান৷ বিজেপি শাসিত দুটি রাজ্য উত্তরপ্রদেশে খাদ্য না পাওয়া শিশুদের সংখ্যা সব থেকে বেশি, মধ্যপ্রদেশে অপুষ্টির সঙ্গে লড়াই করার জন্য জনপিছু সরকারি বরাদ্দের পরিমাণ মাত্র ১২ টাকা, উল্লেখ করেছেন ডেরেক৷

 

এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি নিশানা করে ডেরেকের তোপ, ২০১২ সালে গুজরাটে সব থেকে বেশি অপুষ্টি রোগে ভুগতে থাকা শিশুদের দেখা পাওয়া যাচ্ছিল৷ সেই সময়ে ওয়াল স্ট্রিট জার্নালের তরফে গুজরাটের তত্‍কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতকার নেওয়া হয়৷ তাঁর রাজ্যে শিশুদের মারাত্মক অপুষ্টির কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোদি তখন দাবি করেন, কন্যা সন্তানরা দুধ খেতে চায় না, মোটা হয়ে যাবে বলে ! এদের হাতে টাকা থাকলেও এরা বেশি মাত্রায় সৌন্দর্য্য সচেতন৷ গুজরাটের তত্‍কালীন মুখ্যমন্ত্রীর এই হাস্যকর দাবি রীতিমত বিস্ময় তৈরি করেছিল গোটা বিশ্বে৷ এই প্রসঙ্গেই নাম না করে ডেরেক তোপ দেগেছেন প্রাক্তন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে লক্ষ্য করে৷ তাঁর অভিযোগ, এই বছরের লোকসভা ভোটে মোদি সরকারের প্রাক্তন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দাবি করেছেন, সুশাসন একটি ধারাবাহিক প্রক্রিয়া৷ স্বাস্থ্য এবং পুষ্টির বিষয়টি দেখভাল করার কথা রাজ্যগুলির৷

আরও পড়ুন- যোগীরাজ্যে এবার সমাজকল্যাণ প্রকল্পেও দু.র্নীতি! সরকারি টাকা হাতাতে ভাই বিয়ে করল বোনকে

Related articles

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলীপ-রিঙ্কুর, শান্তি কালী আশ্রমে প্রার্থনা

স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদারকে নিয়ে আগরতলায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip...

অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলে সূর্যবংশী ও আয়ূশ

আইপিঅএলের(IPL) মঞ্চে দুরন্ত পারফরম্যান্স। তারই পুরস্কার পেলেন এবার বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনুর্ধ্ব-১৯ দলে(U-19 India...

কিস্তওয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই, অপারেশন ত্রাশিতে নিকেশ ২ জঙ্গি

পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকে ভূস্বর্গে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা (Indian Army)। ভারত-...

দলেরই মহিলাকে গণধর্ষণের পরে মুখে প্রস্রাব-বিষাক্ত ইঞ্জেকশন, বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR

চূড়ান্ত ন্যাক্কারজনক ঘটনা! কর্নাটকে (Karnatak) নিজেরই দলের মহিলা কর্মীকে গণধর্ষণ, মুখে প্রস্রাব করে দেওয়া ও বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে...
Exit mobile version