দীর্ঘ ১০ বছর পর কাশ্মীরে বিধানসভা নির্বাচন (Jammu Kashmir assembly election) হয়েছে। তিন দফাতে মোটামুটি শান্তিপূর্ণ ভোট হওয়ার পর আজ ফল ঘোষণার পালা।অনুচ্ছেদ ৩৭০ বিলোপ করার পর জম্মু ও কাশ্মীরে প্রথম বিধানসভা ভোটে লড়াই মূলত ত্রিমুখী— ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট, পিডিপি এবং বিজেপির মধ্যে। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা।

৯০ আসনের হরিয়ানা বিধানসভায় (Haryana assembly election results) বিজেপি আর কংগ্রেসের জোর টক্কর গণনার প্রথম মুহূর্ত থেকেই। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৪৬ আসন। বুথ ফেরত সমীক্ষায় অনেকটাই ব্যাকফুটে বিজেপি। আভাস, সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক ছাপিয়ে পঞ্চাশের বেশি আসন পেতে পারে কংগ্রেস (Congress)। গণনা শুরুর আধঘণ্টা পর সর্বশেষ তথ্য অনুযায়ী, কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৩ আসনে, বিজেপি(BJP)এগিয়ে ১৯টি আসনে।
