Thursday, November 6, 2025

পর্যটকদের জন্য সুখবর! ১৮ বছর পর কলকাতা থেকে মালয়েশিয়ার সরাসরি উড়ান

Date:

পর্যটকদের জন্য সুখবর! ১৮ বছর ধরে বন্ধ থাকার পর ফের কলকাতা (Netaji Subhash Chandra Bose International Airport) থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর (Kuala Lumpur) রুটে চালু হতে চলেছে উড়ান পরিষেবা। ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা-কুয়ালালামপুর রুটের এই উড়ান পরিষেবা। সপ্তাহে পাঁচটি করে উড়ান পরিষেবা প্রদান করবে মালয়েশিয়া এয়ারলাইন্স। এই উড়ান পরিচালনা করবে মালয়েশিয়া এয়ারলাইন বোয়িং ৭৩৭-৮০০ বিমানে।

এর আগে ২০০৬ সাল পর্যন্ত কলকাতা থেকে সরাসরি কুয়ালালামপুর পর্যন্ত উড়ান পরিষেবা প্রদান করতো মালয়েশিয়া এয়ারলাইন্স। তবে বিগত ১৮ বছর ধরে সেই উড়ান পরিষেবা বন্ধ ছিল। ফলে এই পরিষেবা পুনরায় শুরু হওয়ায় পর্যটক-সহ বহু যাত্রীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স (Malaysia Airlines)। যেখানে তাঁদের তরফ থেকে জানান হয়েছে ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে কলকাতা থেকে কুয়ালালামপুর রুটে উড়ান পরিষেবা পুনরায় চালু করা হবে। সঙ্গে ক্যাপশনে লেখা, “ঐতিহাসিক ভবন থেকে সুস্বাদু স্ট্রিট ফুড, এই প্রাণবন্ত শহর খুবই রঙিন। এই সংস্কৃতিতে নিজেকে ডুবিয়ে দিন।”

ইতিমধ্যে মালয়েশিয়া এয়ারলাইন্সের অ্যাপ কিংবা malaysiaairlines.com -এ থেকে এই টিকিট বুক করা যাচ্ছে। কলকাতা থেকে কুয়ালালামপুর রুটে নতুন করে উড়ান পরিষেবা চালু করায়, এটি ভারত থেকে মালয়েশিয়ার এয়ারলাইন্সের দশম রুটের ফ্লাইট হতে চলেছে। বর্তমানে ভারত থেকে ৯টি রুটে উড়ান পরিষেবা চালাচ্ছে মালয়েশিয়া এই বিমান সংস্থা।









Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version