Monday, August 25, 2025

পর্যটকদের জন্য সুখবর! ১৮ বছর ধরে বন্ধ থাকার পর ফের কলকাতা (Netaji Subhash Chandra Bose International Airport) থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর (Kuala Lumpur) রুটে চালু হতে চলেছে উড়ান পরিষেবা। ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা-কুয়ালালামপুর রুটের এই উড়ান পরিষেবা। সপ্তাহে পাঁচটি করে উড়ান পরিষেবা প্রদান করবে মালয়েশিয়া এয়ারলাইন্স। এই উড়ান পরিচালনা করবে মালয়েশিয়া এয়ারলাইন বোয়িং ৭৩৭-৮০০ বিমানে।

এর আগে ২০০৬ সাল পর্যন্ত কলকাতা থেকে সরাসরি কুয়ালালামপুর পর্যন্ত উড়ান পরিষেবা প্রদান করতো মালয়েশিয়া এয়ারলাইন্স। তবে বিগত ১৮ বছর ধরে সেই উড়ান পরিষেবা বন্ধ ছিল। ফলে এই পরিষেবা পুনরায় শুরু হওয়ায় পর্যটক-সহ বহু যাত্রীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স (Malaysia Airlines)। যেখানে তাঁদের তরফ থেকে জানান হয়েছে ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে কলকাতা থেকে কুয়ালালামপুর রুটে উড়ান পরিষেবা পুনরায় চালু করা হবে। সঙ্গে ক্যাপশনে লেখা, “ঐতিহাসিক ভবন থেকে সুস্বাদু স্ট্রিট ফুড, এই প্রাণবন্ত শহর খুবই রঙিন। এই সংস্কৃতিতে নিজেকে ডুবিয়ে দিন।”

ইতিমধ্যে মালয়েশিয়া এয়ারলাইন্সের অ্যাপ কিংবা malaysiaairlines.com -এ থেকে এই টিকিট বুক করা যাচ্ছে। কলকাতা থেকে কুয়ালালামপুর রুটে নতুন করে উড়ান পরিষেবা চালু করায়, এটি ভারত থেকে মালয়েশিয়ার এয়ারলাইন্সের দশম রুটের ফ্লাইট হতে চলেছে। বর্তমানে ভারত থেকে ৯টি রুটে উড়ান পরিষেবা চালাচ্ছে মালয়েশিয়া এই বিমান সংস্থা।









Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version