অন্দোলনের নামে অশান্তি! চাঁদনিচকে ‘অভয়া পরিক্রমা’ থেকে মহিলা পুলিশদের হেনস্থা

এদিকে উৎসব মুখ মহানগর। তার মধ্যেই ‘অভয়া পরিক্রমা’র নামে অশান্তি বাধানোর চেষ্টা আন্দোলনকারীদের। বুধবার, ‘অভয়া পরিক্রমা’র কর্মসূচিতে ম্যাটাডর করে দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে ঘোরার কথা ছিল। চাঁদনিচকে অনুমতি বিহীন ওই কর্মসূচি আটকালে পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তিতে করেন জুনিয়র ডাক্তারেরা (Junior Doctor)। এমনকী, আন্দোলনকারীদের হেনস্থার শিকার হন মহিলা পুলিশ কর্মীরা। একজন গুরুতর আহত হন।মঙ্গলবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা (Junior Doctor) ‘অভয়া পরিক্রমা’র কর্মসূচি জানান। মিনিডোরে করে আর জি কর ও জয়নগরের নির্যাতিতার ‘প্রতীকী মূর্তি’ নিয়ে দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপে ঘোরার কথা ছিল তাঁদের। কিন্তু ধর্মতলা থেকে দক্ষিণ কলকাতায় যেতে তাঁরা কেন চাঁদনিচক গিয়েছিলেন তাঁর ব্যাখ্যা মেলেনি। দিনের ব্যস্ত সময়ে ধর্মতলা-চাঁদনিচকের মতো এলাকায় তুমুল যানজটের সৃষ্টি হয়। মহিলা পুলিশকর্মীরা মানববন্ধন করে আন্দোলনকারীদের আটকাতে গেলে তাঁদের হেনস্থা করা হয়। আহত হন এক মহিলা পুলিশ আধিকারিক। পরে মিনিডোরগুলিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে মানববন্ধন করে ধর্মতলার দিকে এগিয়ে যান বিক্ষোভকারীরা।এদিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ধস্তাধস্তিতে জখম হন হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি শ্রাবন্তী ঘোষ। আন্দোলনকারীরা তাঁর হাত মুচড়ে দিয়েছেন বলে অভিযোগ। তাঁর কথায়, “ভাবতে পারিনি এ ভাবে মারবে!“ পরে তাঁকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।