ফের রেল দুর্ঘটনা। এবার শিরোনামে কর্নাটকের মাইসুরু থেকে বিহারের দ্বারভাঙাগামী বাগমতী ni এক্সপ্রেস। জানা গিয়েছে, শুক্রবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অদূরে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষে বেলাইন হয়ে যায় ট্রেনটির তিন কামরা। দু’টি কামরায় আগুনও ধরে যায়।

তামিলনাড়ু পুলিশের তরফে জানানো হয়েছে, রাত ৮টা ৫০ মিনিট নাগাদ চেন্নাইয়ের অদূরে কাভারাইপেট্টাই রেল স্টেশনের কাছে ১২৫৭৮ মাইসুরু-দ্বারভাঙা বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়েছে। ঘটনার খবর পেয়েই রওনা দিয়েছে উদ্ধারকারী দল। ইতিমধ্যেই রেল আধিকারিকরা দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজতে হাজির হয়েছেন ঘটনাস্থলে।
