Saturday, July 5, 2025

সোমবার থেকে আংশিক কর্মবিরতির ডাক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের

Date:

আর জি কর কাণ্ড নিয়ে অনশনে ৮ জুনিয়র ডাক্তার। তাদের সহমর্মিতা দেখাতে সরকারি হাসপাতালের (Hospital) চিকিৎসকদের ‘লোক দেখানো’ পদত্যাগের পরে এবার কর্মবিরতিতে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা (Doctor)। তবে একে কর্মবিরতি না বলে আংশিক কর্মবিরতি বলতে চাইছেন তাঁরা এবং তাঁদের আশ্বাস এর জেরে জরুরি পরিষেবা বন্ধ হবে না। আবার একইসঙ্গে তাঁদের দাবি, কোনটা জরুরি সেটা ঠিক করবেন তাঁরাই!
শনিবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে থেকে সাংবাদিক বৈঠক করে বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা (Doctor) জানান, সোমবার থেকে আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। ১৪ অক্টোবর সকাল ৬টা থেকে ১৬ অক্টোবর সকাল ৬ – ৪৮ ঘণ্টার আংশিক কর্মরিরতি পালন করা হবে। এই কর্মবিরতির কারণে জরুরি বিভাগ ছাড়া বেসরকারি হাসপাতালগুলির সব পরিষেবা বন্ধ থাকবে। এর জেরে রোগী-ভোগান্তির আশঙ্কা থাকছে। কিন্তু চিকিৎসকদের বক্তব্য, ‘‘এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এটা জনগণের আন্দোলন। জনগণ প্রথম থেকেই চিকিৎসকদের পাশে রয়েছেন। আমরা জনগণের কথা ভেবে জরুরি ব্যবস্থা পুরোপুরি চালু থাকবে। কোনও রোগীর কোনও অসুবিধা হবে না। সাধারণ মানুষের কাছে আবেদন, যদি কখনও কোনও জরুরি অবস্থা হয়, তখন যে কোনও সময়ে হাসপাতালে যাবেন, চিকিৎসকেরা সব সময় সাহায্য করবেন।’’
জুনিয়র ডাক্তারদের আন্দোলনে প্রথম থেকেই রয়েছেন সিনিয়ররা। শনিবার ধর্মতলা চত্বর থেকেই দু’দিনের আংশিক কর্মবিরতির ডাক দিলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা। তবে প্রশ্ন উঠছে, বেসরকারি হাসপাতালে অযথা রোগীর বিল বাড়ানো, টাকা না দিলে দেহ না ছাড়া, অপ্রয়োজনীয় ওষুধ এবং টেস্ট করানো- এইসব বেনিয়মের বিরুদ্ধে কবে আওয়াজ তুলবেন এই আন্দোলনকারী চিকিৎসকরা!







Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version