Tuesday, August 26, 2025

সোমবার থেকে আংশিক কর্মবিরতির ডাক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের

Date:

আর জি কর কাণ্ড নিয়ে অনশনে ৮ জুনিয়র ডাক্তার। তাদের সহমর্মিতা দেখাতে সরকারি হাসপাতালের (Hospital) চিকিৎসকদের ‘লোক দেখানো’ পদত্যাগের পরে এবার কর্মবিরতিতে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা (Doctor)। তবে একে কর্মবিরতি না বলে আংশিক কর্মবিরতি বলতে চাইছেন তাঁরা এবং তাঁদের আশ্বাস এর জেরে জরুরি পরিষেবা বন্ধ হবে না। আবার একইসঙ্গে তাঁদের দাবি, কোনটা জরুরি সেটা ঠিক করবেন তাঁরাই!
শনিবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে থেকে সাংবাদিক বৈঠক করে বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা (Doctor) জানান, সোমবার থেকে আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। ১৪ অক্টোবর সকাল ৬টা থেকে ১৬ অক্টোবর সকাল ৬ – ৪৮ ঘণ্টার আংশিক কর্মরিরতি পালন করা হবে। এই কর্মবিরতির কারণে জরুরি বিভাগ ছাড়া বেসরকারি হাসপাতালগুলির সব পরিষেবা বন্ধ থাকবে। এর জেরে রোগী-ভোগান্তির আশঙ্কা থাকছে। কিন্তু চিকিৎসকদের বক্তব্য, ‘‘এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এটা জনগণের আন্দোলন। জনগণ প্রথম থেকেই চিকিৎসকদের পাশে রয়েছেন। আমরা জনগণের কথা ভেবে জরুরি ব্যবস্থা পুরোপুরি চালু থাকবে। কোনও রোগীর কোনও অসুবিধা হবে না। সাধারণ মানুষের কাছে আবেদন, যদি কখনও কোনও জরুরি অবস্থা হয়, তখন যে কোনও সময়ে হাসপাতালে যাবেন, চিকিৎসকেরা সব সময় সাহায্য করবেন।’’
জুনিয়র ডাক্তারদের আন্দোলনে প্রথম থেকেই রয়েছেন সিনিয়ররা। শনিবার ধর্মতলা চত্বর থেকেই দু’দিনের আংশিক কর্মবিরতির ডাক দিলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা। তবে প্রশ্ন উঠছে, বেসরকারি হাসপাতালে অযথা রোগীর বিল বাড়ানো, টাকা না দিলে দেহ না ছাড়া, অপ্রয়োজনীয় ওষুধ এবং টেস্ট করানো- এইসব বেনিয়মের বিরুদ্ধে কবে আওয়াজ তুলবেন এই আন্দোলনকারী চিকিৎসকরা!







Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version