বিজেপি তথা মোদি সরকারের তরফে যখন গোটা দেশে জাতিগত জনগণনার আয়োজনের কথা ভাবা হচ্ছে, ঠিক সেই সময়েই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ প্রধান মোহন ভাগবত পরোক্ষে জাতিগত জনগণনার তীব্র সমালোচনা করলেন৷
শনিবার নাগপুরে সংঘ পরিবারের তরফে আয়োজিত বিজয়া দশমীর সমারোহে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, আমাদের ভাষার মধ্যে বিভিন্নতা থাকতে পারে, সংস্কৃতির মধ্যে বৈচিত্র থাকতে পারে, খাদ্য পৃথক হতে পারে, কিন্তু সমাজের সব স্তরে সৌভাতৃত্ব, বন্ধুত্ব থাকতেই হবে৷ আমাদের বিভিন্নতা আজ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আমরা সাধু সন্ন্যাসী, ভগবানদের মধ্যেও বিভাজন তৈরি করছি৷ বাল্মিকি জয়ন্তী শুধু কেন বাল্মিকি সম্প্রদায়ের মধ্যেই আয়োজিত হবে ? মহর্ষি বাল্মিকী তো সবার জন্যই রামায়ণ লিখেছিলেন৷ তাহলে সবাই তাঁর জয়ন্তী একসঙ্গে পালন করবে না কেন ? সমাজের মধ্যে কোনও জাতিগত বিভাজন থাকা কাম্য নয়৷ সব স্তরের প্রতিনিধিরা সব সুযোগ সুবিধের অধিকারী হলেন, এটাই কাম্য৷ সমাজের সার্বিক উন্নয়ন তখনই সম্ভব যখন সমাজের সব শ্রেণীর মধ্যে সৌভাতৃত্ব, সৌহার্দ্য বজায় থাকবে৷ রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন, বিজয়া দশমীর বক্তব্যে পরোক্ষে মোদি সরকারের জাতিগত জনগণনার ভাবনারই তীব্র সমালোচনা করেছেন সংঘ প্রধান৷
আরও পড়ুন- নাশকতার ছক! ঢাকার পুজো মণ্ডপে পেট্রলবোমা বিস্ফোরণ, জখম ৫