ব্যক্তিগতভাবে ইস্তফা না দিলে তা পদত্যাগ হিসেবে গৃহীত হয় না। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) আন্দোলনকে সমর্থন জানিয়ে সিনিয়র চিকিৎসকদের ‘গণইস্তফা’ সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট করে একথা জানালেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandopadhyay)। শনিবার দুপুরে নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান, এই সব গণ ইস্তফা সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। তাঁর কথায়, ইস্তফা ব্যক্তিগত বিষয়। নিয়োগকর্তার কাছে কারণ-সহ ব্যক্তিগতভাবে ইস্তফাপত্র দিতে হবে। নাহলে তা পদত্যাগ হিসেবে গ্রাহ্য হবে না।