Tuesday, August 12, 2025

৩৩ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় বললেন ক্যামেরুনিয়ান ডিফেন্ডার

Date:

Share post:

লিভারপুলে আর খেলবেন না, সেটা জানা গিয়েছিল এ বছরের মে মাসেই। মরসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা করেছিলেন জার্মানিতে জন্ম নেওয়া ক্যামেরুনের প্রাক্তন ফুটবলার জোয়েল মাতিপ। তবে লিভারপুলকে বিদায় জানালেও তিনি নতুন কোনও ক্লাব পাননি। অবশেষে ৩৩ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন ক্যামেরুনিয়ান ডিফেন্ডার।

২০০৯ সালে জার্মানির ক্লাব শালকে দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা মাতিপ ফ্রি ট্রান্সফারে লিভারপুলে নাম লেখান ২০১৬ সালে। টানা আট মৌসুম অ্যানফিল্ডের ক্লাবটিতে খেলে একটি করে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগসহ মোট ছয়টি শিরোপা জেতেন মাতিপ।২০২৩ সালের ডিসেম্বরে এসিএলের চোটে পড়ে মৌসুম শেষ হয়ে যায় তাঁর। এরপর এ বছরের মে মাসে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন তিনি। মাতিপের পেশাদার ফুটবলকে বিদায় জানানো নিয়ে লিভারপুল তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে লিভারপুল লিখেছে, ‘২০১৬ সালে শালকে ০৪ থেকে ফ্রি ট্রান্সফারে এসে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের মূল খেলোয়াড়দের একজন ছিলেন মাতিপ। দলকে চ্যাম্পিয়নস লিগে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৯ সালে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতাতেও দারুণ ভূমিকা ছিল তাঁর। লিভারপুলে সবাই জোয়েল আর তাঁর পরিবারের সুন্দর ভবিষ্যৎ আশা করে।’

লিভারপুলের হয়ে আট মরসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২০০–এর বেশি ম্যাচ খেলে মাতিপ ১১টি গোল করেছেন, সহায়তা করেছেন সতীর্থদের ৬টি গোলে। চোটজর্জর পেশাদার ক্যারিয়ারে ক্যামেরুনের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন মাতিপ।









spot_img

Related articles

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...