অনশনমঞ্চে অসুস্থ অনুষ্টুপ, ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজে

কলকাতার অনিকেত মাহাতর উত্তরবঙ্গের অলোক বর্মার পরে ফের অসুস্থ অনশনরত জুনিয়র ডাক্তার (Junior Doctor)। শনিবার রাতে ধর্মতলার অনশন মঞ্চে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় অনুষ্টুপ মুখোপাধ্যায় (Anustup Mukharjee) নামে ওই জুনিয়র ডাক্তারকে। শনিবার সন্ধে থেকেই পেটে যন্ত্রণা তাঁর। তার স্বাস্থ্য পরীক্ষা করে অনশন মঞ্চেই ওষুধ দেওয়া হয়। কিন্তু তাতে তাঁর m যন্ত্রণা কমেনি। রাত ১১টা নাগাদ গ্রিন করিডোর করে কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College) ভর্তি করা হয় অনুষ্টুপকে।

তিলোত্তমার বিচারের দাবিটা এখন গৌন। নিজেদের সুবিধা মতো ১০ দফা দাবি নিয়ে গত ৫ অক্টোবর রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের মধ্যেই ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া অনুষ্টুপ। টানা সাত দিন অনশন চালানোর পরে শনিবার তিনি জুনিয়র ডাক্তারদের জানান, তাঁর মূত্রের সঙ্গে রক্ত বার হচ্ছে। তাঁকে পরীক্ষা করেন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর প্রতিনিধিরা। প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। কিন্তু তার পরেও পেটে ব্যথা না কমায় তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাত অসুস্থ হয়ে পড়ায় আর জি কর হাসপাতালেই ভর্তি করানো হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন। সাত দিন ধরে অনশনের পরে শারীরিক পরিস্থতির অবনতি হওয়ায় শনিবার দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনরত জুনিয়র ডাক্তার অলোক বর্মাকে গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে ভর্তি করানো হয়েছে। এবার অনুষ্টুপও অসুস্থ হয়ে পড়লেন। সরকারের পক্ষ থেকে আগের সব দাবি প্রায় মেনে নেওয়ার পরেও সতীর্থদের জীবন বাজি রেখে আন্দোলনে ডাক্তারা।