Monday, November 3, 2025

আজ মহিলা টি-২০ বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া

Date:

আজ মহিলা টি-২০ বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।এই ম্যাচে হরমনপ্রীত কৌররা এমন এক ম্যাচে খেলতে নামছেন, যেখানে না জিতলে সব স্বপ্ন জলে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে তিন বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে আজ হারাতেই হবে।

৪ পয়েন্ট নিয়ে ভারত এখন দ্বিতীয় স্থানে রয়েছে। নেট রান রেট ০.৫৭৬। কিন্তু অস্ট্রেলিয়া শুক্রবার পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে রান রেট +২.৭৮৬-এ নিয়ে গিয়েছে। পাকিস্তানের ৮২ রান ১১ ওভারে তুলে  অস্ট্রেলিয়া রান রেট বাড়িয়ে নেয়। ভারত শ্রীলঙ্কা ম্যাচে যেটা পারেনি।

অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠে গিয়েছে। পাকিস্তান হেরে যাওয়ায় গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে ওঠার দৌড়ে এখন নিউজিল্যান্ড ও ভারত। হরমনপ্রীতরা অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে শেষ চার প্রায় নিশ্চিত করে ফেলবেন। তখন পরিস্থিতি দাঁড়াবে এই যে, নিউজিল্যান্ডকে বাকি দুই ম্যাচে শুধু জিতলে হবে না, ব্যবধানও বড় রাখতে হবে। আরেকটা  হিসাবও রয়েছে। ভারত যদি আজ হেরে যায় আর নিউজিল্যান্ড একটা ম্যাচ জেতে ও একটায় হারে, তাহলে তারাও ৪ পয়েন্টে শেষ করবে। তখন নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তবে ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হারে আর নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে তারা চারে উঠে যাবে।


পাকিস্তান ম্যাচে রান নিতে গিয়ে অ্যালিসা হিলির পায়ে টান ধরেছিল। তিনি ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা খবর নেই। হরমনপ্রীতরা অবশ্য সেসব নিয়ে না ভেবে জয়ের জন্য ঝাঁপাবেন। এছাড়া কোনও রাস্তা নেই।

আরো পড়ুন- লক্ষ্মীপুজোয় কি বৃষ্টির পূর্বাভাস! কী জানাচ্ছে আবহাওয়া দফতর? জানুন

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version