Wednesday, August 27, 2025

হৃদযন্ত্রে সমস্যা! রাজনৈতিক ডামাডোলের মধ্যে হাসপাতালে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব

Date:

অসুস্থ শিবসেনা (ইউবিটি) প্রধান তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। সোমবার সকালে ৮টা নাগাদ মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। হার্টের বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর হার্টের করোনারি ধমনীতে ব্লকেজ রয়েছে। উদ্ধবের এনজিওগ্রাফি (Angiography) করানো হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর।

ভোটমুখী মহারাষ্ট্রে দিনে দিনে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। রাজনীতিতে জোর চর্চা বাবা সিদ্দিকির মৃত্যুর ঘটনায়। এর মধ্যেইই এদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শিবসেনা (ইউবিটি) প্রধান। হৃদযন্ত্রে সমস্যার কারণে সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। বেলা বাড়তেই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, উদ্ধবের (Uddhav Thackeray) এনজিওগ্রাফি করানো হতে পারে। এর আগে ২০১২ এবং ২০১৬ সালে তাঁর এনজিওগ্রাফি করা হয়।উদ্ধবের পরিবার সূত্রে খবর, দশেরার উৎসবে যোগ দিতে রবিবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। রাতে সেই অনুষ্ঠান থেকে ফেরার পর থেকেই অসুস্থবোধ করতে থাকেন। ওই অবস্থায় রাত কাটানোর পর এদিন সকালে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। ওই অবস্থায় কোনওরকম ঝুঁকি না নিয়ে উদ্ধবকে মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন (Hospitalize) রয়েছেন তিনি।







Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version