Wednesday, November 5, 2025

বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণে রাজ্যের কাছে রির্পোট তলব হাই কোর্টের

Date:

বীরভূমের কয়লাখনি (Coal Mine) বিস্ফোরণে ৭ শ্রমিকের মৃত্যু নিয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণে শ্রমিকদের মৃত্যু নিয়ে আগেই মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। সোমবার সেই মামলার শুনানিতে ৫ নভেম্বর রাজ্যের রিপোর্ট তলব বিচারপতির। পাশাপাশি সম্ভব হলে ফরেনসিক রিপোর্টও (Forensic Report) পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ৫ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওইদিনই রাজ্যের তরফে পেশ করা রিপোর্ট খতিয়ে দেখা হবে।

বীরভূমের খয়রাশোলে কয়লাখনিতে ৭ অক্টোবর বিস্ফোরণের (Explosion) জেরে সাতজন শ্রমিকের মৃত্যু হয়। গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের সময় দুর্ঘটনাটি ঘটে। খয়রাশোলের এই কয়লাখনি রাজ্য সরকারের মালিকানাধীন। ফলে এই দুর্ঘটনার পর প্রতি স্বজনহারা পরিবারগুলিকে সরকারি চাকরির পাশাপাশি ৩০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় এনআইএ (NIA) তদন্ত চেয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। প্রধান বিচারপতি সেই মামলা দায়েরের অনুমতি দেওয়ার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে সেই মামলা ওঠে। পুজোর পর আজকের শুনানিতে রাজ্য সরকারের রিপোর্ট চাওয়া হল। কী ধরনের বিস্ফোরক ঘটেছে? এই বিস্ফোরণের জন্য দায়ী কারা, তা নিয়ে রিপোর্ট পেশ করবে রাজ্য। ৫ নভেম্বরে এই রিপোর্ট পেশে করতে হবে। সেই দিন এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন- এমার্জিং এশিয়া কাপের জন্য ঘোষণা ভারতীয় দল, নেতৃত্বে তিলক বর্মা

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version