Sunday, August 24, 2025

R G Kar: মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিমানের, পাল্টা জ্যোতি বসু জমানা মনে করিয়ে খোঁচা কুণালের

Date:

Share post:

অনশনে জুনিয়র ডাক্তাররা। একাধিকবার বৈঠকের পরেও ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আলোচনায় বসতে বলে খোলা চিঠি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর। পাল্টা জ্যোতি বসুর জমানায় আর জি কর মেডিক্যাল কলেজেরই আন্দোলনরত ডাক্তারদেরই মেরে আন্দোলন তুলে দেওয়ার প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)।

সোমবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা খোলা চিঠিতে বিমান বামফ্রন্টের চেয়ারম্যান লেখেন “৫ অক্টোবর থেকে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন শুরু হয়েছে। তাঁরা জল ছাড়া কিছু খাচ্ছেন না। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারদের পরিবারের দুশ্চিন্তা বাড়ছে। কিন্তু আপনি নির্বিকার।“ অথচ জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে যাওয়া থেকে শুরু করে নিজের বাড়িতে বৈঠকে ডাকা, বারবার প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের মাধ্যমে সমাধানের সব চেষ্টা করেছেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। কিন্তু কোন অবস্থাতে আন্দোলরত ডাক্তারদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করেননি। যেদিন এই চিঠি লিখছেন বিমান, সেদিনও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য সরকার। তবে বৈঠক শেষে মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়ে দেন, ১০টির মধ্যে ৭টি দাবি মানা হয়েছে। কিন্তু এভাবে ডেডলাইন বেঁধে কাজ করা প্রশাসনিক ব্যবস্থায় সম্ভব নয়। বাস্তবসম্মত ভাবে তা বাস্তবায়নের জন্য ন্যূনতম সময় লাগেই।

আরও পড়ুন- বিশ্রামে রাজ্যপাল! ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা, লাইভ স্ট্রিমিং-র বায়না কোথায়? খোঁচা কুণালের

সেই প্রসঙ্গ উল্লেখ করে বিমানকে উদ্দেশ করে কুণাল বলেন, জুনিয়র ডাক্তাদরে ধর্না মঞ্চে যাওয়া থেকে শুরু করে নিজের বাড়িতে বারবার আমন্ত্রণ জানিয়ে বৈঠক করা, প্রশাসনের আধিকারিকদের মাধ্যমে আলোচনা করা- সমস্ত সংবদেনশীল কাজ করেছেন মুখ্যমন্ত্রী। আর জ্যোতি বসুর জমানায় এই আর জি করের ডাক্তারদের আন্দোলন পুলিশ পাঠিয়ে মেরে তুলবে দিয়েছিলেন জ্যোতি বসু। তখন চিঠি লিখতে পারেননি বিমান বাবু। এর পরেই মোক্ষম খোঁচা দিয়ে কুণাল বলেন, এই চিঠিটি তখন জ্যোতি বাবুর জন্য লিখেছিলেন বিমান বাবু। কিন্তু ভয়ে পাঠাতে পারেননি। এবার বর্তমান মুখ্যমন্ত্রীকে পাঠালেন।

 

spot_img

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...