জেলায় জেলায় জমজমাট পুজো কার্নিভাল! মঙ্গলবার রেড রোডের প্রস্তুতিও সারা

শেষ হয়েছে শারদোৎসব। কিন্তু উৎসব শেষ হচ্ছে না এখনই। আগামিকাল রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার রেড রোডে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল। সেই উৎসবের জন্য যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গোটা রেড রোড চত্বর মুড়ে কড়া নিরাপত্তার চাদরে। শহর ও শহরতলির কয়েকশো পুজো কমিটি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। কার্নিভালের পর এখান থেকেই প্রতিমাগুলি বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেবে।

তবে রেড রোডের এই ইউনেস্কো সম্মানিত কার্নিভালের আগে সোমবার রাজ্যের বিভিন্ন জেলার জেলা সদরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল জেলার পুজো কার্নিভাল। পাহাড় থেকে সাগর, সর্বত্রই জমজমাট কার্নিভালের মেজাজ। সোমবার বিকেল ৪টে থেকেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং-সহ সমস্ত জেলাতেই জেলা সদরগুলিতে কার্নিভাল সম্পন্ন হয়েছে। বিষ্ণুপুরে এবার প্রথমবারের জন্য কার্নিভাল আয়োজিত হয়েছে। প্রায় সব জেলাতেই আগেরবারের চেয়ে এবার পুজোর সংখ্যা বেড়েছে। সেই অনুযায়ী বেড়েছে কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলির সংখ্যাও। যেমন, মালদহ জেলায় এবছর কার্নিভালে অংশ নিচ্ছে ২৫টি ক্লাব। গতবার এই সংখ্যাটা ছিল ১৯। মালদহ শহরের সুকান্ত মোড় থেকে জাতীয় সড়ক ধরে রথবাড়ি মোড় পর্যন্ত শোভাযাত্রা সম্পন্ন হল এদিন। আবার উত্তর ২৪ পরগনায় বারাসত, বারাকপুর, বসিরহাট ও বনগাঁয় স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল পুজো কার্নিভাল। বনগাঁয় ১০টি প্রতিমা নিয়ে এবং বাকি তিন জায়গায় ১৪টি প্রতিমা নিয়ে পুজো কমিটিগুলি শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আরও পড়ুন- ফ্যাশন প্যারেডের কায়দায় ছবি! মেকি বিপ্লবীদের ধুয়ে দিলেন কুণাল