Saturday, December 20, 2025

আদালতে ফের ধাক্কা সন্দীপের! রেজিস্ট্রাশন বাতিলে দ্রুত শুনানির আর্জি খারিজ

Date:

Share post:

কলকাতা হাই কোর্টে ফের ধাক্কা সন্দীপ ঘোষের (Sandip Ghosh)। কিছু দিন আগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আর সেই ‘মেডিক্যাল লাইসেন্স’ বাতিলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেছেন তিনি। সেবিষয়ে দ্রুত শুনানির আর্জি জানান সন্দীপ ঘোষের আইনজীবী। তবে, আপৎকালীন পরিস্থিতিতে শোনার মত গুরুত্ব নেই এই মামলার, স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি পার্থসারথি সেন।আর জি কর কাণ্ডের জেরে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষের ডাক্তারি রেজিস্ট্রেশন (Medical License) বাতিল হয়েছে ইতিমধ্যেই। তবে সেই রেজিস্ট্রেশন বাতিল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। দাবি করা হচ্ছে, সব নিয়ম মেনে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি। আর সেই কারণেই রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে হাই কোর্টে দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। মামলাকারী সন্দীপ জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আর্জি জানান। কিন্তু তাঁর সেই আবেদন ফিরিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)  বিচারপতি। তিনি সাফ কথায় বলেন, “মামলাটি যে এখনই জরুরি ভিত্তিতে শুনতে হবে, এমন কোনও প্রয়োজনীয়তা নেই।”প্রথমে আরজি করের (R G Kar Medical College and Hospital) আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। পরে আরজি করে ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেফতার করা হয় তাঁকে। তবে ধর্ষণ ও খুনের মামলায় প্রত্যক্ষ যোগ নয়, তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। নিয়মানুযায়ী, কোনও চিকিৎসক অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হলে এবং ভয়ঙ্কর অপরাধমূলক কোনও ঘটনার সঙ্গে নাম জড়ানোয় সমাজে যদি অভিযুক্তের মারাত্মক বদনাম হয়, তবে রেজিস্ট্রেশন বাতিল হয়। সেই মতো রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে বিজ্ঞপ্তি জারি করে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। তাঁর প্রতিবাদ করে হাই কোর্টে দ্বারস্থ হলেও লাভ হল না আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের।







spot_img

Related articles

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব বাড়লো অক্ষরের, ওয়াইল্ড কার্ডে চমক দিলেন ঈশান!

বছর ঘুরলেই ক্রিকেটপ্রেমীদের নজরে বাইশ গজে কুড়ি-কুড়ি বিশ্বকাপের লড়াই (T20 World Cup 2026)। পূর্ব ঘোষণা মতোই শনিবার ২০২৬...

We want East Bengal Back: মোদির সভায় কী বাংলাদেশ দখলের ডাক!

প্রতিবেশী বাংলাদেশে অস্থির পরিস্থিতি। রাজনৈতিক নেতা থেকে মৌলবাদী নেতারা বারবার ভারত-বিরোধী ডাক দিচ্ছেন। আক্রান্ত হচ্ছে ভারতের দূতাবাস। তা...

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...