Saturday, November 15, 2025

ইতিমধ্যেই প্রায় ৩ মাস অতিক্রান্ত হয়েছে তসলিমা নাসরিনের ভারতে থাকার রেসিডেন্স পারমিট। ২২ জুলাই শেষ হয়েছে তার ভারতে থাকার মেয়াদ।পুরো বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তসলিমা। ইতিমধ্যেই ফোনে ও মেলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগযোগের চেষ্টা করেছেন নির্বাসিত লেখিকা।যদিও উত্তর মেলেনি।পুরো বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তসলিমা লিখেছেন, আমি ২০ বছর ভারতে রয়েছি। এমনটা কখনও হয়নি। প্রত্যেকবার পারমিটের মেয়াদ ফুরনোর সঙ্গেই পুনর্নবীকরণ করা হয়। কিন্তু এবারে কী হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না।

সোশ্যাল মিডিয়ায় তিনি আরও লেখেন, সরকারের কেউই আমার চেনা নয়। আমি কারও সঙ্গে যে যোগাযোগ করবো জানার জন্য যে কেন আমার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়ানো হচ্ছে না, তারও উপায় নেই।তিনি লেখেন, ‘যে দেশে জন্মেছিলাম, কিছু সত্য উচ্চারণ করেছি বলে সে দেশ নির্বাসন দিল। যে রাজ্যে ভাষার টানে আর প্রাণের টানে বাস করছিলাম, সে রাজ্যও অজ্ঞাত কারণে নির্বাসন দিল। আর যে শহরে বাস করছি এখন, অন্য কোনও দেশে বাস করার কোনও উপায় নেই বলে, সে শহরও কি অবশেষে তল্পিতল্পা গুটোতে বলবে?

উদ্বিগ্ন তসলিমার কথায়, এই বয়সে এই স্বাস্থ্য নিয়ে আমার আর কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলার মধ্যে থাকতে ভালবাসি বলে কলকাতায় ছিলাম। সেখান থেকেও চলে আসতে হল দিল্লিতে। এ বার আমি কোথায় যাব?

প্রসঙ্গত, ১৯৪৪ সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর বেশ কয়েকবছর ইউরোপে ছিলেন তসলিমা। এরপর ২০০৪ সালে তিনি এদেশে চলে আসেন।ভারতেও বেশ কয়েকবার অবস্থান বদলের পর তিনি ২০১১ সাল থেকে দিল্লিতে বসবাস করছেন। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণেই কি তার পারমিট রিনিউ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে? এবিষয়ে তসলিমা জানান, বাংলাদেশ কিংবা সেখানকার রাজনীতির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। তিনি একজন সুইডিশ নাগরিক হিসাবে ভারতে থাকেন। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতির অনেক আগে তার পারমিট বাতিল করা হয়েছে। ২০১৭ সালে প্রযুক্তিগত ত্রুটির কারণ দেখিয়ে তার পারমিট বাতিল করা হয়েছে।








 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version